সর্বশেষ আপডেট : ৫৯ মিনিট ৩৪ সেকেন্ড আগে
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইতালিতে এমপিকে হত্যার হুমকি, বাংলাদেশি প্রবাসীকে বহিষ্কার

ডেইলি সিলেট ডেস্ক ::

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং ইতালির মনফালকোন শহরের সাবেক মেয়র আন্না মারিয়া চিসিন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশি প্রবাসী আইয়ুব খানকে ইতালি থেকে বহিষ্কার করা হয়েছে। গরিজিয়া পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইয়ুব খান (৩৮) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ফ্রিউলি ভেনেজিয়া জুলিয়া অঞ্চলের সীমান্তবর্তী শহর মনফালকোনের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আইয়ুব খান এমপিকে ‘গলা কেটে হত্যার হুমকি’ দেন। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তাকে আটক করা হয়।
এরপর আদালতের নির্দেশে বুধবার (২০ আগস্ট) ভেনিসের মার্কো পোলো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

মিলানে বাংলাদেশের কনস্যুলেট কর্মকর্তা রফিকুল আলম জানান, ‘প্রত্যেক বাংলাদেশিকে ইতালির আইন-কানুন মেনে চলতে হবে। অপরাধ থেকে দূরে থেকে সুনামের সঙ্গে বসবাস করাই প্রবাসীদের দায়িত্ব।’

ইতালিতে কট্টর ডানপন্থি রাজনীতিক আন্না মারিয়া চিসিন্ট লিগা পার্টির সদস্য। মেয়র থাকাকালে তিনি মনফালকোন শহরে একাধিক মসজিদ বন্ধ করে দেন, আজান নিষিদ্ধ করেন এবং সরকারি কার্যালয়ে বোরকা পরা নিষিদ্ধ করেন। ফলে স্থানীয় মুসলমানদের মধ্যে তার প্রতি ক্ষোভ রয়েছে।

আইয়ুবের বহিষ্কার নিয়ে চিসিন্ট বলেন, ‘ইতালিতে একজন বিপজ্জনক চরমপন্থি কমলো। এটাই সেই ইতালি, যা আমরা চাই। আমি গরিজিয়া ও ভেনিসের পুলিশ প্রধান, গরিজিয়ার গভর্নর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যারা আমাকে সমর্থন করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই।’

বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির সাংসদ ডেবোরা সেরাচ্চিয়ানি বলেন, ‘আমি চাই অপরাধের তদন্ত হোক এবং প্রমাণিত হলে শাস্তি দেওয়া হোক। কিন্তু তাকে এভাবে বিমানে চড়ে চলে যেতে দেওয়া কেন? ইতালিতে অপরাধ করলে, ইতালিতেই বিচার ও শাস্তি হওয়া উচিত।’

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির এক প্রবাসী বলেন, ‘আইয়ুব খান দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই মদ্যপান করে রাস্তায় হট্টগোল করতেন এবং অকারণে মানুষকে গালাগালি দিতেন।’

মনফালকোনের সিটি কাউন্সিলর সানি ভূইয়া বলেন, ‘আমরা চাই ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর তৈরি না হয়। এজন্য সবারই উচিত স্থানীয় আইন-কানুন মেনে চলা।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: