সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ৬, আহত ৮৬

ডেইলি সিলেট ডেস্ক ::

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ছয়জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন। ইসরায়েল-ইয়েমেন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে অঞ্চলটিতে উত্তেজনা তীব্র, এবং সেই অবস্থায় এই হামলা চালানো হয়েছে। খবর আলজাজিরার।

হুথি-সমর্থিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, রোববার (২৪ আগস্ট) এই হামলায় সানার একটি তেল ও একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করা হয়। অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে, তারা সানার একটি রাষ্ট্রপতি ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল, যা একটি ‘সামরিক কমপ্লেক্স’-এর মধ্যে অবস্থিত।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হুথি গোষ্ঠী তাদের ওপর বারবার হামলা চালিয়েছে, যার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও অন্তর্ভুক্ত। এই হামলার প্রতিক্রিয়ায় তারা এই বিমান হামলা চালিয়েছে।

হুথি সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি বিমানের বেশিরভাগ লক্ষ্যবস্তুকে নিরপেক্ষ করতে সক্ষম হয়েছে। হুথি কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, ‘ইসরায়েলের এই আগ্রাসন আমাদের ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখা থেকে বিরত রাখতে পারবে না, যতই ত্যাগ স্বীকার করতে হোক না কেন।’

হুথিদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আবেদ আল-থাওর বলেন, ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ‘মিথ্যা’, এবং তারা বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে যাতে ইয়েমেনের জনগণ দুর্ভোগের শিকার হয়। হামাসও এই হামলার নিন্দা জানিয়েছে, বলছে, এটি ‘আরব সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: