সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

গুলিবিদ্ধ যুবদল নেতাকর্মীদের মাঝে শুভেচ্ছা উপহার

সিলেটে গুলিবিদ্ধ যুবদল নেতাকর্মীদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়েছে। শনিবার (১৫ জুন) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, “তারেক রহমান দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছর ধরে নিরলসভাবে সংগ্রাম করে যাচ্ছেন। বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের মানুষ তাদের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ ফিরে পাবে।”

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মহানগর যুবদলের সভাপতি শাহ্ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক সাজিব আহমদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মেহরাজ ভূঁইয়া পলাশ, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন রশীদ, ১৬নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আলাল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলিবিদ্ধ যুবদল নেতাকর্মীরা, যারা ২০২৪ সালের গণআন্দোলনে হামলার শিকার হয়েছিলেন। তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যারা সংগঠনের কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

অনুষ্ঠান শেষে যুবদলের পক্ষ থেকে শহীদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয় এবং গণতান্ত্রিক আন্দোলনের চলমান ধারা এগিয়ে নিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: