cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
প্রায় সাড়ে পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে গোল্ডেন ডাক মারেন তিনি। এরপর বল হাতেও উইকেটের দেখা পাননি বাংলাদেশের এই অলরাউন্ডার। তবুও পেশোয়ার জালমির বিপক্ষে ২৬ রানের জয়ে প্লে-অফ নিশ্চিত করেছে তার দল লাহোর কালান্দার্স।
রোববার (১৮ মে) বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান জড়ো করে লাহোর কালান্দার্স। জবাব দিতে নেমে নির্ধারিত সময়ে ৮ উইকেটে ১২৩ রানের বেশি করতে পারেনি পেশোয়ার জালমি। আর তাতেই এবারের আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাবর আজমদের।
লাহোরের ইনিংসে সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার ফখর জামান। এছাড়া ১০ বলে ২২ রান করেন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম। দুই ওপেনারের ব্যাটে ভর করেই বড় পুঁজির ভিত পায় লাহোর। ৭ নম্বরে ব্যাট করতে নেমে সাকিব গোল্ডেন ডাক মেরেছেন। নিজের প্রথম বলেই ডেনিয়েলের বলে বোল্ড হন ফাইন লেগে শট খেলতে গিয়ে।
জবাব দিতে নেমে সালমান মির্জা, শাহিন আফ্রিদিদের বোলিং তোপের মুখে পড়ে পেশোয়ার। একের পর এক উইকেট হারিয়ে ছিটকে পড়ে ম্যাচ থেকেই। সাকিব ২ ওভার বল করে দেন ১৮ রান। আরও ১ ওভার তাকে দিয়ে করানোর সুযোগ থাকলেও শাহিন সেই পথে হাঁটেননি। লাহোরের হয়ে সালমান মির্জা একাই নিয়েছেন ৪ উইকেট।
ছয় দলের টুর্নামেন্টে সব দল ১০টি করে ম্যাচ খেলবে। প্লে-অফে ওঠা লাহোর কালান্দার্স ১০ ম্যাচে ৫ জয়, ৪ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১১ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। সমান ম্যাচে ৪ জয় ও ৬ হারে ৮ পয়েন্ট পেশোয়ার জালমির অবস্থান পাঁচে। আর কোনো ম্যাচ না থাকায় বাবরের দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।