cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে ভারতীয় মিডিয়াগুলোতে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে পাকিস্তান। রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার খবর ভুয়া ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে দেশটির নিরাপত্তা সূত্র।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দ্য ওয়্যার জানিয়েছে, জম্মু এবং এর আশপাশের এলাকায় ‘বিস্ফোরণের শব্দ’ শোনা গেছে এবং ‘পাকিস্তান থেকে উড়ে আসা বস্তু থামাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে।’
প্রতিবেদনে আরও বলা হয়, ‘বড় বিস্ফোরণ এবং বিমান হামলার সাইরেনের ফলে জম্মু-কাশ্মীরে আতঙ্ক সৃষ্টি করে এবং কিছু বাসিন্দা তাদের স্মার্টফোনে আকাশে ‘উজ্জ্বল বস্তুর’ দৃশ্য ধারণ করে।
প্রতিরক্ষা সূত্রগুলোর বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ভারত আটটি পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে, যেগুলো সাতওয়ারি, সাম্বা, আরএস পুরা এবং আরনিয়া লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল।
তবে পিটিভির পক্ষ থেকে এক্স-এ (পূর্বে টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘দখলকৃত কাশ্মীরে হামলার বিষয়ে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনগুলো ভুয়া ও মিথ্যা।’
এতে আরও বলা হয়, ‘এই ভুয়া সংবাদ প্রচারের উদ্দেশ্য হচ্ছে একটি মিথ্যা ধারণা তৈরি করা যে, পাকিস্তানও ভারতকে আক্রমণ করছে।’
বিবৃতিতে বলা হয়, এই ‘মিথ্যা সংবাদ ছড়িয়ে, ভারত তার নগ্ন আগ্রাসনের জন্য একটি ধারাবাহিক মিথ্যা অজুহাত তৈরির চেষ্টা করছে।’
শেষে বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ভুয়া ও বানানো খবরে কোনো সত্যতা নেই।’