সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ২৫ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত

ডেইলি সিলেট ডেস্ক ::

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারপ্রাপ্ত ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন। আদালতে চিন্ময়ের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এম কে রহমান, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আরশাদুর রউফ।

উল্লেখ্য, গত সপ্তাহে হাইকোর্ট চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলে সেই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। চেম্বার আদালত শুরুতে জামিন স্থগিত করলেও পরবর্তীতে উভয়পক্ষের বক্তব্য শুনে নতুন করে শুনানির দিন নির্ধারণ করেন। আজ সেই শুনানির পর জামিন স্থগিত রাখার সিদ্ধান্ত আসে।

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি হয় ২০২৩ সালের ৩১ অক্টোবর, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে। এর আগে, ২৫ অক্টোবর তার নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বৃহৎ সমাবেশ হয়। ওই মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।

মামলার পর ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয় চিন্ময়কে। পরদিন আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান। ওই দিনই চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনী ও চিন্ময়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

পরবর্তীতে ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন, যা বর্তমানে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: