cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে কার্লো আনচেলত্তিকে দেখা যাবে—এই খবর প্রায় নিশ্চিত ছিল। এমনকি আগামী ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে সাউথ আমেরিকান বাছাইয়ে তাঁর অভিষেকও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তের নাটকীয় মোড়ে এখন সেই সম্ভাবনাই পড়েছে চরম অনিশ্চয়তায়। রিয়াল মাদ্রিদ নাকি আনচেলত্তিকে এখনই ছাড়তে রাজি নয়, বিশেষ করে ক্লাব বিশ্বকাপের আগে এমনটাই দাবি তুলেছে স্প্যানিশ পত্রিকা রিলিভো।
লন্ডনে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধি দিয়েগো ফের্নান্দেসের সঙ্গে আনচেলত্তির বৈঠক ভালোই এগোচ্ছিল। চুক্তির খুঁটিনাটি প্রায় চূড়ান্তও হয়েছিল। কিন্তু মাদ্রিদে ফিরে আসতেই শুরু হয় গুঞ্জন। ক্লাবের অনুমতি ছাড়া আগেভাগেই সব ঠিকঠাক করে ফেলার বিষয়টি ভালোভাবে নেয়নি রিয়াল বোর্ড। ফলে বর্তমানে চুক্তি কার্যত স্থগিত।
রিয়ালের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে—ক্লাব বিশ্বকাপের আগে আনচেলত্তিকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। অথচ ব্রাজিল দলে এখনই একজন কোচের প্রয়োজন। ফলে দুই পক্ষের সময়সূচির অমিল চুক্তিকে প্রায় অচল করে দিয়েছে।
এদিকে আনচেলত্তি চুক্তির শেষ বছরেও মাদ্রিদে থাকতে চান। তবে রিয়াল ভেতরে ভেতরে আগামী মৌসুমের জন্য ভাবছে নতুন কোচ নিয়ে। ধারণা করা হচ্ছে, ক্লাব বিশ্বকাপে যদি আনচেলত্তি না থাকেন, তাহলে দায়িত্ব নিতে পারেন বর্তমান ফুটবল ডিরেক্টর সান্তিয়াগো সোলারি। আর দীর্ঘমেয়াদে লক্ষ্য—বায়ার লেভারকুজেনে বাজিমাত করা জাভি আলোনসো।
সিবিএফ অবশ্য এতটা সময় অপেক্ষা করতে পারবে না। তাই তারা এখন প্লান বি এর দিকেই ঝুঁকছে। এমন পরিস্থিতিতে আনচেলত্তি নিজেই হয়তো পিছিয়ে যাবেন। কারণ তিনি আগেই বলেছিলেন—নিজে থেকে মাদ্রিদ ছাড়বেন না, এবং এখানেই অবসর নেওয়াই তার স্বপ্ন।
এদিকে সৌদি ক্লাব আল হিলাল আনচেলত্তিকে বছরে ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। তারা চায়, ক্লাব বিশ্বকাপে তাদের ডাগআউটে থাকুন এই ইতালিয়ান গুরু। যদিও আনচেলত্তির কাছে রিয়ালই এখনো “জীবনের ক্লাব”।
ব্রাজিল দলে আনচেলত্তির স্বপ্ন যতোটা সহজভাবে এগোচ্ছিল, এখন তা ততোটা জটিল হয়ে উঠেছে। রিয়াল ছাড়ার প্রশ্নে সময়, সম্মান আর সংকল্প—সব মিলিয়ে নাটকীয় এক বাঁকে দাঁড়িয়ে ভবিষ্যৎ। প্রশ্ন এখন একটাই—আনচেলত্তি কি লড়াই করে ব্রাজিলের কোচ হবেন, নাকি রিয়ালেই শেষ দিনের আশ্রয় খুঁজবেন?