সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ব্রাজিল তারকার বিরুদ্ধে যৌন নিপীড়নের রায় বাতিল

ডেইলি সিলেট ডেস্ক ::

দুই বছর পর অবশেষে মুক্তি পেলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা দানি আলভেস। শুক্রবার (২৮ মার্চ) স্পেনের আদালত তার ধর্ষণের সাজা বাতিল করে দিয়েছে। ২০২৪ সালে বার্সেলোনার এক নাইটক্লাবে এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সাবেক বার্সা তারকা।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্পেনের আদালত তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছিল আলভেসকে। তবে শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার এবং আপিল করেন।

শুক্রবার উচ্চ আদালত জানায়, দানি আলভেসের দোষী হওয়ার পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই। ফলে তার বিরুদ্ধে দেওয়া সাজা বাতিল করা হয়েছে।

আলভেসের আইনজীবী ইরেন গুয়ার্দিওলা রায়ের পর বলেন, ‘আমরা খুশি, অবশেষে ন্যায়বিচার হয়েছে। এটা প্রত্যাশিত ছিল। দানি আলভেস নির্দোষ, সেটা প্রমাণিত হলো।’

এদিকে, তার বিরুদ্ধে থাকা ভ্রমণ নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়েছে। ফলে চাইলে তিনি স্পেন ছাড়তে পারবেন।

বার্সেলোনার হয়ে ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ৬টি লা লিগা সহ অসংখ্য শিরোপা জিতেছেন দানি আলভেস। খেলেছেন পিএসজি, জুভেন্টাসের মতো ক্লাবে। জাতীয় দলের হয়ে ২টি কোপা আমেরিকা ও ১টি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন।

তবে ২০২২ সালের ঘটনাটি তার ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে আসে। মেক্সিকান ক্লাব পুমাস তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করে।

স্পেনের আদালতের দেওয়া নতুন রায় এখনো চ্যালেঞ্জ করা যেতে পারে। তবে আপাতত দানি আলভেস মুক্ত এবং তার বিরুদ্ধে থাকা শাস্তি প্রত্যাহার করা হয়েছে। এখন দেখার বিষয়, এই মামলা ভবিষ্যতে নতুন মোড় নেয় কিনা!

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: