cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
কানাইঘাট সংবাদদাতা ::
সিলেটের কানাইঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সালিক আহমদ (৪৮) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের লাশ সুরমা নদীর বালুচরে পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় নৌকার মালিক ফয়জুর রহমান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সাতবাঁক ইউনিয়নের লোভারমুখ বাজার থেকে বাড়ি ফেরার পথে সুরমা নদীর তীরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সালিক আহমদ লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের পূর্ব লক্ষীপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আজিজুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যরা জানান, রাতে বাজার থেকে কেনাকাটা শেষে ফয়জুর রহমানের নৌকা ব্যবহার করে নদী পার হচ্ছিলেন সালিক আহমদ। তখন পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা ৮-৯ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কোপানোর পর তার লাশ নদীর বালুচরে ফেলে রেখে পালিয়ে যায়।
হামলায় নৌকার মালিক ফয়জুর রহমান আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের সূত্র পাওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।