সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন ট্রাম্প

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরই তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের পদক্ষেপ নিয়েছেন। এই পদক্ষেপ বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে সহায়তার শীর্ষ দেশ হিসেবে থাকা যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল করবে। এ ছাড়া পরবর্তী কোনো মহামারির বিরুদ্ধে লড়াই করা আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নির্বাহী আদেশে সইয়ের পর ট্রাম্প বলেন, এটা অন্যতম গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এতদিন অন্যায়ভাবে বেশি অর্থ দাবি করত।

ট্রাম্পের এমন নির্বাহী আদেশের ফলে যুক্তরাষ্ট্র জাতিসংঘের স্বাস্থ্য বিষক সংস্থা থেকে বেরিয়ে যেতে ১২ মাস সময় পাবে। এ সময়ের মধ্যে দেশটি ডব্লিউএইচওকে আর্থিক তহবিল বন্ধ করতে পারবে। সংস্থাটিতে অন্যতম আর্থিক যোগানদাতা যুক্তরাষ্ট্র। মোট তহবিলের ১৮ শতাংশ দিয়ে থাকে দেশটি।

ট্রাম্পের এই পদক্ষেপ অপ্রত্যাশিত নয়। দীর্ঘদিন ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে আসছেন তিনি। এর আগে প্রথম মেয়াদের শেষ দিকে ২০২০ সালের জুলাইয়ে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছিলেন ট্রাম্প।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: