সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কানাইঘাটে শহীদ জিয়া ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পরান মির্জা স্পোর্টিং ক্লাব

কানাইঘাট সংবাদদাতা :

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে অসামান্য ভূমিকা পালন করেছেন। তাঁর শাসনামলে ক্রীড়াক্ষেত্রে গৃহীত বিভিন্ন উদ্যোগ তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শহীদ জিয়া ১ম ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জিয়া মঞ্চ কানাইঘাট উপজেলা শাখার সভাপতি শাহীন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামীম আহমদ ও পৌর শাখার সাধারণ সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল।

অনুষ্ঠানে তিনি বলেন, শহীদ জিয়ার ক্রীড়া-নীতির কারণে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে পরিচিতি লাভ করেছে। তাঁর নেয়া নীতিমালাগুলো ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী জসিম উদ্দিন, জিয়া মঞ্চ সিলেট জেলা শাখার সদস্য সচিব মন্তাক আহমদ, পৌর বিএনপির সহ-সভাপতি হাজ্বী জালাল আহমদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শমসের আলম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এবাদুর রহমান লালই, এবং আরও অনেক নেতৃবৃন্দ।

ফাইনাল খেলা ও ফলাফল
ফাইনাল খেলায় বর্ণ্যালি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে পরান মির্জা স্পোর্টিং ক্লাব জন্তিপুর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আঞ্চলিক শাখার সদস্য এ কে রিপন এবং রেফারির দায়িত্বে ছিলেন বদরুল ইসলাম।

খেলা পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল আমিন, সোহেল রানা, শাহার আলম রনি, মাসুক আহমদ, জাবের আহমদ, ইকবাল আহমদ ও রেজওয়ান আহমেদ।

আয়োজক ও অতিথিরা শহীদ জিয়ার ক্রীড়াক্ষেত্রে গৃহীত পদক্ষেপগুলো স্মরণ করে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: