সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বাংলাদেশের অভ্যুত্থান থেকে শিক্ষা নিলেন ইমরান খান

ডেইলি সিলেট ডেস্ক ::

বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে এবার নিজ দেশে সরকার পতনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি নিজ দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই নেতাকর্মীদের ওপর অন্যায় নির্যাতন ও দমনপীড়নের প্রতিবাদে প্রবাসী পাকিস্তানিদের প্রতি রেমিট্যান্স পাঠানো বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ইমরান খান।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে পিটিআইয়ের আলোচনা কমিটির মুখপাত্র সাহেবজাদা হামিদ রাজা সাংবাদিকদের কাছে ইমরান খানের অবস্থা তুলে ধরেন। তিনি জানান, ইমরান খান তার দলের ওপর দমনপীড়নের পরও নিজের অবস্থানে অটল রয়েছেন।

সাংবাদিকদের কাছে পিটিআই মুখপাত্র বলেন, ইমরান খানের মুক্তি আইনি ও বিচার ব্যবস্থার মাধ্যমেই হবে। মুক্তির জন্য কোনো প্রকার চুক্তি বা আপস করা হবে না। পিটিআই মুখপাত্র জানান, আগামী বছরের ৩১ জানুয়ারির আগে সরকারের সঙ্গে পিটিআইয়ের আলোচনা শেষ করা হবে। এই আলোচনার সময় ঘোষণা করবেন পিটিআইয়ের চেয়ারম্যান ওমর আইয়ুব।

হামিদ রাজা জানান, ইমরান খান তার ওপর হওয়া অত্যাচার ক্ষমা করে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। রেজা পিটিআইয়ের আলোচনা কমিটির দুটি প্রাথমিক দাবি তুলে ধরেন। যাতে ৯ মে ও ২৬ নভেম্বরের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করার দাবি করা হয়।

সাংবাদিকদের সামনে কথা বলার সময় ইমরান খানের কারাবাস দীর্ঘায়িত করার জন্য নতুন মামলা দায়ের করার অভিযোগও করেন পিটিআই মুখপাত্র।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: