সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
শনিবার, ১৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ফ্রান্সের পার্লামেন্টে বড় ধাক্কা খেল কট্টর ডানপন্থিরা

ডেইলি সিলেট ডেস্ক ::

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনে বামপন্থিদের জয়জয়কার হয়েছে। বিপরীতে প্রথম ধাপে চমক দেখানো কট্টর ডানপন্থি নেতা মেরি ল পেনের দল অনেকটাই পিছিয়ে পড়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে মেরি ল পেনের দল ন্যাশনাল র‍্যালি এগিয়ে থাকলেও দ্বিতীয় ধাপের ভোট ল পেনের বিরোধী দলগুলোর মধ্যে জোট গঠিত হওয়ার কারণে ন্যাশনাল র‍্যালিকে পিছিয়ে পড়তে হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো দল বা জোটই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয়সংখ্যক আসন নিশ্চিত করতে পারেনি।

দেশটির ৫৭৭ আসনের পার্লামেন্টে বামপন্থী ন্যাশনাল পপুলার ফ্রন্ট পেয়েছে ১৮৮ আসন, ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর উদারপন্থি দল পেয়েছে ১৬১টি আসন। আর পেরি ল পেনের ন্যাশনাল র‍্যালি দল পেয়েছে ১৪২টি আসন, যা বিগত ৫০ বছরের মধ্যে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ।

প্রথম ধাপের নির্বাচন শেষে দেখা গেছে, কাস্ট হওয়া ভোটের এক-তৃতীয়াংশ (৩৩ দশমিক ১৫ শতাংশ) ভোট পেয়ে সবচেয়ে এগিয়ে ছিল ল পেনের ন্যাশনাল র‍্যালি। অন্যদিকে ইমানুয়েল মাখোঁর মধ্যপন্থি দল মাত্র ২০ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল।

ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে নিজ দলের ভরাডুবির পর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে সম্প্রতি মাখোঁ দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: