সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

হার বা জিতে পরিবর্তন হয় না ড্রেসিংরুমের পরিবেশ: সাকিব

ডেইলি সিলেট ডেস্ক ::
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি একেবারেই ভালো যায়নি বাংলাদেশের। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে যায় স্বাগতিকরা। শেষ ম্যাচে কাঙ্খিত জয় পেলেও সিরিজ শেষে প্রশ্ন উঠেছে টাইগারদের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে। তবে বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলনে সাকিব জানালেন ভিন্ন কথা।

সিরিজ চলাকালে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অবসর এবং পরবর্তীতে তার ফেরা নিয়ে সরগরম ছিল দেশের ক্রিকেট। একইসঙ্গে দলীয় পারফরমেন্সেও আফগানদের থেকে পিছিয়ে ছিল বাংলাদেশ। যদিও ড্রেসিংরুমের পরিবেশে এসবের জন্য তেমন কোনো প্রভাব পড়েনি বলেই বিশ্বাস বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের।

তবে সাকিব দাবি করেন, হার বা জয় দিয়ে পরিবর্তন হয় না ড্রেসিংরুমের পরিবেশ। আসলে দেখেন বাইরে থেকে অনেক কিছু মনে হতে পারে। অবশ্যই রেজাল্টের কারণে আপনারা সবসময় চিন্তা করবেন যে, ড্রেসিংরুমের অবস্থা ভালো না খারাপ। কিন্তু আমার মনে হয় না যে আমরা কখনো অস্থির ছিলাম কিংবা এখন আছি। ড্রেসিংরুমের পরিবেশ পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হয় না।

সাকিব আরও বলেন, আমাদের এখন চেষ্টা থাকে আমরা নিজেদের কিভাবে উন্নতি করতে পারি। সে হিসেবে দলের জন্য পারফর্ম করতে পারি, দলের জন্য অবদান রাখতে পারি।

সংক্ষিপ্ত ফরম্যাটে সবসময়ই ভয়ংকর আফগানিস্তান। তাই টি-টোয়েন্টি সিরিজটি শুরু হওয়ার আগে বাড়তি চিন্তা কাজ করছে বাংলাদেশের সমর্থক থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্টদের মনে। যদিও বাড়তি চিন্তায় মগ্ন নন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের মতে প্রতিপক্ষ নিয়ে চিন্তা কম করলে ফলাফল আরও ভালো করে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজ হারের পর শুক্রবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে ওয়ানডে সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাস আফগানিস্তান দল। সবাই সফরকারী দলকেই ফেবারিট মানছে। তবে ফেবারিটের তকমা নয়, দুই ম্যাচই জিততে চান সাকিব। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব বলেন, আপনি যাকে ইচ্ছা ফেবারিট বলতে পারেন, আমরা দুই ম্যাচই জিততে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: