cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
স্পেন উপকূলে আটলান্টিক মহাসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহন করা একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। দেশটির ক্যানারি দ্বীপের কাছের এ ঘটনায় ৩৯ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ করা দু’টি সংস্থার বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাত্রা করা একটি ডিঙ্গি নৌকা ডুবে গেছে এবং এতে ৩৯ জনেরও বেশি অভিবাসীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে বিপদাপন্ন যাত্রীদের উদ্ধারে আগে-ভাগে হস্তক্ষেপ না করার জন্য স্পেন এবং মরক্কোর সমালোচনা করেছে অভিবাসন কেন্দ্রিক ওই দুই সংস্থা। ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার সময় অভিবাসীদের বহনকারী নৌকা ডুবে যাওয়ার ঘটনাটি সামনে আনে ওয়াকিং বর্ডারস এবং অ্যালার্ম ফোন নামের দু’টি সংস্থা। অভিবাসীদের অধিকার রক্ষায় কাজ স্প্যানিশ ওয়াকিং বর্ডারস সংস্থাটি ক্যামিনাডো ফ্রন্টিরাস নামেও পরিচিত।
সংস্থা দুটি জানিয়েছে, ডুবে যাওয়া ডিঙ্গি নৌকাটিতে মূলত ৬০ জন আরোহী ছিলেন।
স্প্যানিশ কোস্ট গার্ডের ওই মুখপাত্র বলেন, মরক্কো কর্তৃপক্ষের আহ্বানে দুর্ঘটনাস্থলে স্পেনের কোস্ট গার্ডের একটি হেলিকপ্টার সাহায্যের জন্য যায়। ডুবে যাওয়া নৌকাটিতে ঠিক কতজন লোক ছিল বা কতজন নিখোঁজ হয়ে থাকতে পারেন তা স্প্যানিশ বা মরক্কোর কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মরক্কোর একটি টহল নৌযান ২৪ অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করেছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে ওয়াকিং বর্ডারের হেলেনা ম্যালেনো লেখেন, চার নারী ও এক শিশুসহ নৌকাডুবিতে মোট ৩৯ জন মারা গেছে। নৌকাটি সাহায্যের জন্য ১২ ঘণ্টা অপেক্ষা করেছিল বলেও জানান এই নারী।
অন্যদিকে উদ্ধার অভিযানের সমর্থনে ট্রান্স-ইউরোপীয় নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা অ্যালার্ম ফোন বলেছে, ৩৫ জন নিখোঁজ রয়েছেন।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যানুসারে, ২০২২ সালে ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলে পৌঁছানোর প্রচেষ্টায় কমপক্ষে ৫৫৯ জন মারা গেছেন। এর মধ্যে ২২ জন শিশু। সাধারণত সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা এই রুটটি ব্যবহার করে থাকেন।
Leave a Reply