সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ইতিহাস গড়া টেস্টে ম্যাচসেরা নাজমুল হোসেন শান্ত

ডেইলি সিলেট ডেস্ক ::

সদ্য সমাপ্ত ঢাকা টেস্ট যেন একটা রেকর্ডবুক। আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের একের পর এক রেকর্ড। পাল্লা দিয়ে গড়া রেকর্ডগুলো পূর্ণতা পেল চতুর্থ দিনে। আফগানদের ৫৪৬ রানে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে রেকর্ড জয় বাংলাদেশের। স্বাগতিকদের রেকর্ড ব্যবধানে জয়ের কৃতিত্ব নাজমুল হোসেন শান্তকে দিচ্ছেন অধিনায়ক লিটন দাস।

সাম্প্রতিক সময়টা দারুণ কাটছে নাজমুল হোসেন শান্তর। টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট; তিন ফরম্যাটেই রানের দেখা পাচ্ছেন তিনি। সবশেষ তিন ম্যাচে তিনটা সেঞ্চুরি করেছেন ২৪ বছর বয়সী তারকা। যার দুটো এসেছে সদ্য শেষ হওয়া আফগান টেস্টে। দুই ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচসেরাও হয়েছেন শান্ত। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার করেছেন ২৭০ রান। আর আফগানরা এই টেস্টে করেছে ২৬১ রান।

দুর্দান্ত এই জয়ে শান্তকে প্রশংসায় ভাসিয়েছেন লিটন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেভাবে তারা পুরো ম্যাচে খেলেছে, তাতে আমি ভীষণ খুশি। এত গরমে তা সহজ ছিল না। কৃতিত্ব আমাদের ব্যাটারদের, বিশেষ করে শান্ত। দুই ইনিংসেই সে দারুণ ব্যাটিং করেছে।’

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শতক তুলে নেন নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ারে প্রথমবারের মতো দুই ইনিংসেই ছুঁলেন দুই অঙ্ক। দারুণ একটা রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন তিনি। এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এই কীর্তি এর আগে গড়েছিলেন টাইগারদের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার মুমিনুল হক।
ম্যাচ শেষে বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘ম্যাচ জেতা এবং নিজের ব্যাটিং নিয়ে আমি বেশ খুশি। সেঞ্চুরির পর আমরা (শান্ত, মুমিনুল) এ নিয়ে কথা বলছিলাম। তিনি (মুমিনুল) আমাকে স্বাগত জানিয়েছেন। খেলোয়াড় হিসেবে আমাদের সব সংস্করণেই ফর্ম ধরে রাখতে হবে। আমার পরিকল্পনা ছিল স্পষ্ট। আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যাটিং ফর্ম ধরে রাখতে হবে।’

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ১১৮ বলেই সেঞ্চুরি পেয়ে যান নাজমুল হোসেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে তিন অঙ্কের রান স্পর্শ করে দু বছর পর তিনি শতকের দেখা পেলেন। আউট হওয়ার আগে ২৩ চার ও ২ ছয়ে করেন ১৪৬ রান। দ্বিতীয় ইনিংসেও শান্ত অপ্রতিরোধ্য ছিলেন। ১৫১ বলে তার ব্যাট থেকে আসে ১২৪ রান। ইনিংসে ১৫টা চার হাঁকান তিনি।

উল্লেখ্য, টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাট মিলিয়ে এ নিয়ে তিনটি ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শান্ত। সব কটিই ২০২৩ সালে। তিন ফরম্যাট মিলিয়ে শান্ত এ বছর বাংলাদেশের সেরা ব্যাটার। ১৭ ম্যাচে ৮৪৩ রান এসেছে তার ব্যাট থেকে। এর মধ্যে ওয়ানডেতে ৪০৫, টেস্টে ২৭৪ ও টি-টোয়েন্টিতে ১৬৪ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা মুশফিকুর রহিম করেছেন ৬০৮ রান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: