সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

উদ্ধারকারী নৌকায় রাশিয়ার হামলায় নিহত ৩

ডেইলি সিলেট ডেস্ক ::
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের নোভা কাখোভকা বাঁধ ধসের পর থেকেই রাশিয়া-নিয়ন্ত্রিত দিনিপ্রো নদীর পূর্ব তীরে আটকে পড়া লোকদের উদ্ধারের চেষ্টা করছে ইউক্রেন। এবার প্লাবিত এলাকা থেকে উদ্বাস্তুদের বহনকারী একটি নৌকায় হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে খেরসনের আঞ্চলিক গভর্নর। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

খেরসন অঞ্চলের আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন জানান, রাশিয়ান সৈন্যরা বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধারকারী নৌকায় গুলি চালায় এবং এতে ৭৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে।

ওই ব্যক্তি একজন নারীকে গুলির হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন বলে জানান গভর্নর। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানান তিনি।

গত মঙ্গলবার নোভা কাখোভকা বাঁধে বিস্ফোরণের ফলে দ্রুত গতিতে দিনিপ্রো নদীর উভয় পাশের বিস্তীর্ণ এলাকায় প্রবাহিত হয়। এতে নদীর তীরবর্তী রাশিয়া-ইউক্রেনের বিভিন্ন এলাকার ৪২ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন।

ওই বাঁধ ধ্বংসের ঘটনায় একে অন্যকে দোষারোপ করছে ইউক্রেন এবং রাশিয়া। ইউক্রেনের পাল্টা আক্রমণ জটিল করতে এই কাজ করেছে রাশিয়া দাবি ইউক্রেনের।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাঁধ ভেঙে বন্যার পানিতে ইউক্রেন নিয়ন্ত্রিত খেরসনে ৩২টি গ্রাম প্লাবিত হয়েছে এবং রাশিয়া নিয়ন্ত্রিত অংশে আরও ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া মাইকোলাইভ অঞ্চলে আরও ৩১টি গ্রাম প্লাবিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: