সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল একই পরিবারের তিনজনের প্রাণ

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারতের উড়িষ্যার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিয়েছে একই পরিবারের তরতাজা তিন যুবকের প্রাণ। এই দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের দক্ষিণ২৪ পরগনা জেলার শুধুমাত্র বাসন্তীতেই পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন, হারান গায়েন, নিশিকান্ত গায়েন ও দিবাকর গায়েন। তাদের বাড়ি বাসন্তীর উত্তর মোকামবেড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের ছড়ানেখালি গ্ৰামে।

জানা গেছে, এই তিন ভাই দিনমজুরের কাজ করতেন। তারা বাড়তি উপার্জনের আশায় অন্ধ্রপ্রদেশে ধান কাটার কাজ করতে যাচ্ছিলেন। এর আগেও একাধিকবার সেখানে গিয়েছেন তারা। শুক্রবারের তাদের বহনকারী ট্রেন করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর ট্রেনের কামরা থেকে ওই তিন ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।

এই তিনজনের স্ত্রী, ছোট ছোট সন্তানদের কি হবে তা নিয়েই এখন চিন্তায় পড়েছেন স্বজনরা। তারাই ছিলেন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। তাদের স্বজন বাবলু নস্কর জানান, শুক্রবার সন্ধ্যায় শেষবারের মতো কথা হয় তাদের সঙ্গে।

রাতে যখন ওই ট্রেন দুর্ঘটনার খবর এলো, তখন থেকেই আমরা সবাই আশঙ্কায় ছিলাম। আর যা আশঙ্কা করেছিলাম ঠিক সেই খবরই এলো। তিন ভাইয়ের কেউ এই মুহূর্ত বেঁচে নেই। ঘটনাস্থল থেকেই তাদের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কোন ক্ষতিপূরণ দক্ষিণ২৪ পরগনা জেলার বাসন্তীর এই গায়েন পরিবারের তিন ছেলেকে হারানোর শোক ভোলাতে পারবে না। এই তিনজন ছাড়াও বাসন্তীর ছড়ানেখালি গ্ৰামে আরো দু’জনের মৃত্যু হয়েছে। তাদের নাম বিকাশ হালদার এবং সঞ্জয় হালদার।

উল্লেখ্য, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উড়িষ্যার বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। বালেশ্বেরের বাহানগা স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। ২১টি বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষ প্রাণ হারায়। শনিবার সন্ধ্যায় রেল কর্তৃপক্ষ জানায়, ওই দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা আটশোরও বেশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: