cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ইপিএলের পর এফএ কাপ চ্যাম্পিয়ন। চলতি মৌসুমে দ্বিতীয় ট্রফি ঘরে তুললো ম্যানচেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলার শীর্ষদের লক্ষ্য এবার ‘ট্রেবল জয়’। এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই লক্ষ্য পূরণ।
শনিবার (৩ জুন) ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোল হারাল পেপ গুয়ার্দিওলার দল। সিটির দু’টি গোলই করেন ইকে গুন্দোগান। ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেছেন ব্রুনো ফার্নান্দেস।
এদিন, এফএ কাপ ফাইনালে শুরু থেকেই দাপট দেখাচ্ছিল সিটি। ম্যাচ শুরুর ১৩ সেকেন্ডের মধ্যেই গুন্দোগান এগিয়ে দেন ম্যানচেস্টার সিটিকে। সিটির গোলরক্ষক স্টেফান ওর্টেগার থেকে বল পান আর্লিং হালান্ড। তিনি বলটি এগিয়ে দেন ইউনাইটেডের বক্সের দিকে। গুন্দোগানের ডান পায়ের আউটস্টেপে বল জালে জড়াতে একেবারেই ভুল করেননি। কিছুই করার ছিল না ইউনাইটেডের কিপার ডেভিড ডি’ হেয়ার। এটি এফএ কাপের ইতিহাসে দ্রুততম গোল। ২০০৯ সালের আসরে চেলসির বিপক্ষে ২৫ সেকেন্ডে গোল করেছিলেন এভারটনের লুইস সাহা।
শুরুতে গোলটা নিঃসন্দেহে ধাক্কা ছিল, তবে হাল ছাড়েনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তারা পাল্টা আক্রমণে চাপ তৈরি করতে থাকে। তবে সিটির রক্ষণ যেন চিনের প্রাচীর। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই জ্যাক গ্রিলিশের ছোট্ট ভুলে চাপে পড়ে সিটি। ম্য়াচের ৩০ মিনিটের মাথায় জ্যাক গ্রিলিশ হ্যান্ডবল করে বসেন। পেনাল্টির দাবি করে ইউনাইটেড। ভি’আরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি দেন। আর পেনাল্টি থেকে গোলশোধ করতে ভুল করেননি ব্রুনো ফার্নান্দেস।
বিরতিতে খেলার ফলাফল ছিল ১-১। সেখান থেকে দ্বিতীয়ার্ধে শুরু হয় নতুন লড়াই। গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপায় ম্যাঞ্চেস্টার সিটি। ফল পেতেও দেরী হয়নি। ৫১ মিনিটের মাথায় কর্নার থেকে বাঁ পায়ের ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন গুন্দোগান। লিড নিয়ে আক্রমণের ঝাঁজ বাড়ায় সিটি। ৭০ মিনিটে হ্যাটট্রিক করেও ফেলেছিলেন গুন্দোগান। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।
এর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অনেক চেষ্টা করেও গোলের মুখ খুলতে পারেনি। খেলার একেবারে শেষ মুহূর্তে মার্কাস র্যাশফোর্ডের একটি হেড বারে লেগে ফিরেও আসে। শেষ পর্যন্ত ১-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে।
উল্লেখ্য, ২০১৮-১৯ মৌসুমে শেষ বার এফ এ কাপের শিরোপা জিতেছিল সিটি। এ বার অবশ্য তাদের সামনে ট্রেবল জয়ের হাতছানি রয়েছে। আগামী ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারাতে পারলেই ট্রফি জয়ের ‘হ্যাটট্রিক’ করবে গুয়ার্দিওলার সিটি।
Leave a Reply