সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

রাতে ফাইনালে মুখোমুখি গুজরাট-চেন্নাই

ডেইলি সিলেট ডেস্ক ::

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলের) ১৬তম আসরের পর্দা নামছে। শিরোপা নির্ধারনী ম্যাচে রোববার বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে আইপিলের ইতিহাসে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সামনে সুযোগ চেন্নাইয়ের হয়ে পঞ্চম শিরোপা ঘরের তোলার। গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার চাইবে টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন হতে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে শিরোপা নির্ধারনী ম্যাচ।

আইপিএলের গত আসরে একই ভেন্যুতেই রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে অভিষেক মৌসুমেই শিরোপা জিতেছিল গুজরাট। এবার ভেন্যু একই থাকলেও প্রতিপক্ষ হিসেবে পান্ডিয়া পাচ্ছেন ভারতের তারকা ব্যাটার ধোনির দলকে।

অধিনায়ক হিসেবে ১৫ আইপিএলের ১০ ফাইনাল খেলেছেন ধোনি। এর মধ্যে ৯ বার চেন্নাইয়ের ও একবার পুনের হয়ে। চেন্নাইয়ের হয়ে পঞ্চম শিরোপা ঘরে তোলার লক্ষ্যে আইপিএল ক্যারিয়ারে ১১তম ফাইনালে নামবেন ৪১ বর্ষী উইকেটরক্ষক ব্যাটার। অন্যদিকে আইপিএলের গত মৌসুমে ক্যারিয়ারে গুজরাটের হয়ে প্রথমবার অধিনায়কের দায়িত্ব নেন হার্দিক পান্ডিয়া। ২৯ বর্ষী এই অলরাউন্ডারের সামনে সুযোগ অধিনায়ক হিসেবে টানা দুই শিরোপা ঘরে তোলার।

প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল চেন্নাই সুপার কিংস। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সকে বিদায় করে ফাইনালের উঠে পান্ডিয়ার দল।

ধোনি বনাম পান্ডিয়ার দ্বৈরথ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। একদিকে শুভমন গিল, জশ লিটল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রশিদ খান ও মোহাম্মদ শামি। অন্যদিকে মঈন আলী, ডেভন কনওয়ে, ধোনি, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপাণ্ডের চেন্নাই। যারা বড় ম্যাচে রং বদলে দিতে পারেন যেকোনো মুহূর্তে।

এখন পর্যন্ত চেন্নাই-গুজরাট মুখোমুখি হয়েছে চার বার। এর মধ্যে তিন দেখায় ধোনিদের বিপক্ষে জয়ের হাসি হেসেছে গুজরাট সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে গুজরাট, আর চেন্নাই চারটিতে। এবারের আইপিএলে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে ঘরের মাঠে ৫ উইকেটে জিতেছিল গুজরাট। এরপর প্রথম কোয়ালিফায়ারে পান্ডিয়াদের ১৫ রানে হারায় ধোনির চেন্নাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: