সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ৬ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

এবার ভিডিও প্রমাণ নিয়ে হাজির ভিনিসিয়ুস

ডেইলি সিলেট ডেস্ক ::
বারবার বর্ণবিদ্বেষের শিকার ভিনিসিয়ুস জুনিয়র। সবশেষ মাত্রা ছাড়িয়েছে রোববার ভ্যালেন্সিয়া ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে। এই ঘটনার পর ব্রাজিলিয়ান তারকার পাশে দাঁড়িয়েছেন খোদ ফিফা সভাপতিসহ সাবেক ও বর্তমান অনেক ফুটবলার।

তবে ব্যতিক্রমও আছে। স্প্যানিশ লা লিগার প্রধান হাভিয়ের তেবাসই যেমন এর দায় ভিনিসিয়ুসের ওপর চাপানোর চেষ্টা করেছেন। কেউ কেউ এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিচ্ছেন। সবমিলিয়ে ভিনিসিয়ুস এখন বেশ ক্ষুব্ধ।

এবারই প্রথমবার নয়, এর আগেও অনেকবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন-ভ্যালেন্সিয়া ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি করেছিলেন ভিনিসিয়ুস। এবার হাজির করলেন ভিডিও প্রমাণ।

ভিনিসিয়ুস নিজের কথার সত্যতা দেখাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। সে ভিডিওতে তার সঙ্গে ঘটে যাওয়া বর্ণবাদী আচরণের ঘটনাগুলো এক করেছেন ২২ বছর বয়সী রিয়াল উইঙ্গার।

ভিডিওর সঙ্গে আবার তার সঙ্গে ঘটে যাওয়া বর্ণবাদী আচরণের বর্ণনাও দিয়েছেন ভিনিসিয়ুস। তিনি বলেন, ‘ঘরের বাইরের প্রায় প্রতি ম্যাচেই এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছি। তার মধ্যে চলতি মৌসুমেই সবচেয়ে বেশি। মৃত্যু কামনা, পুতুল টানিয়ে রাখা, অনেক অপরাধমূলক স্লোগান…সবকিছুই লেখা আছে।’

এর আগে ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদী আচরণের শিকার হয়ে ভিনিসিয়ুস টুইট করেছিলেন, ‘এটা প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়বার নয়। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খোদ কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশন এটা মনে করে এবং সমর্থকদের দলগুলো সাহস জোগায়। বলতে বাধ্য হচ্ছি, স্পেন আজ ব্রাজিলিয়ানদের কাছে বর্ণবাদী দেশ হিসেবে পরিচিত হয়ে উঠছে।’

ভিনিসিয়ুসের এই টুইটের পর তেবাস উল্টো ব্রাজিলিয়ান তারকাকেই দোষারোপ করে পাল্টা টুইট করেন, ‘বর্ণবাদের বিরুদ্ধে লা লিগা কী করে এবং করতে পারে, এ বিষয়ে যেহেতু ব্যাখ্যা করা হয়নি, আমরা আপনাকে সেটা ব্যাখ্যা করতে চেয়েছিলাম। কিন্তু নিজেরই অনুরোধ করা নির্ধারিত দুটি তারিখে আপনি উপস্থিত হননি। লা লিগার সমালোচনা ও অপমান করার আগে নিজের সম্পর্কে সঠিকটা জানা উচিত। নিজেকে অন্যের সুবিধা অনুযায়ী ব্যবহার হতে দেবেন না।’

তেবাসের এ টুইটের আবার কড়া জবাব দেন ভিনিসিয়ুস। আরেকটি টুইটে তিনি লেখেন, ‘বর্ণবাদের সমালোচনা করার বদলে আবারও লা লিগা প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে আক্রমণ করলেন। আপনি যত কথাই বলুন, কিছু না পড়ার ভান করুন, আপনার চ্যাম্পিয়নশিপের সুনামে ধাক্কা লেগেছে। আপনার পোস্টের নিচের মন্তব্য দেখুন, অবাক হবেন…। (এ বিষয় থেকে) আপনার নিজেকে সরিয়ে নেওয়া বর্ণবাদেরই সমান্তরাল। আপনি আমার বন্ধু নন যে বর্ণবাদ নিয়ে কথা বলব। আমি চাই ব্যবস্থা গ্রহণ ও শাস্তি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: