cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
রোববার রাতেই চূড়ান্ত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের প্লে-অফের লাইনআপ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বিদায় করে শেষ চারের চতুর্থ দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্লে-অফে তুলে দিয়েছে গুজরাট টাইটান্স।
রাউন্ড রবিন লিগ শেষে সর্বোচ্চ ২০ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে হার্দিক পান্ডিয়ার দল গুজরাট। ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
লোকেশ রাহুলের চোটে নেতৃত্ব পাওয়া ক্রুনাল পান্ডিয়া লখনৌ সুপার জায়ান্টসকে রেখেছেন তিন নম্বরে। তাদের পয়েন্টও ১৭। তবে রানরেটে এগিয়ে থাকায় চেন্নাই দুইয়ে, লখনৌ তিন।
আর ১৬ পয়েন্ট নিয়ে শেষ দল হিসেবে প্লে-অফে নাম লিখিয়েছে রোহিত শর্মার মুম্বাই। অথচ শেষ ম্যাচে বিরাট কোহলিরা গুজরাটের বিপক্ষে জিতলে মুম্বাইয়ের বিদায় হয়ে যেতো, বেঙ্গালুরু থাকতো প্লে-অফে।
সেরা দুই দল খেলবে কোয়ালিফায়ার ১-এ। অর্থাৎ গুজরাট আর চেন্নাইয়ের মধ্যে হবে এই ম্যাচটি। এতে যে জিতবে, তারা সরাসরি নাম লেখাবে ফাইনালে।
হারা দলেরও সুযোগ থাকবে। তৃতীয় ও চতুর্থ দল খেলবে এলিমিনেটর। অর্থাৎ লখনৌ আর মুম্বাই মুখোমুখি হবে এই ম্যাচে। এতে জয়ী দল চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, যেখানে থাকবে প্রথম কোয়ালিফায়ারের হারা দল। ওই ম্যাচে জয়ী দল নাম লেখাবে ফাইনালে।
অর্থাৎ ফাইনাল হবে কোয়ালিফায়ার ১ এবং কোয়ালিফায়ার ২-এর জয়ী দলের মধ্যে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক প্লে-অফ এবং ফাইনালের সূচি…
প্লে-অফ
২৩ মে: কোয়ালিফায়ার ১ (গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস), ভেন্যু-চেন্নাই
২৪ মে: এলিমিনেটর (লখনৌ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স), ভেন্যু-চেন্নাই
২৬ মে: কোয়ালিফায়ার ২ (এলিমিনেটরের জয়ী দল বনাম কোয়ালিফায়ার ১ হারা দল), ভেন্যু-আহমেদাবাদ
ফাইনাল
২৮ মে: কোয়ালিফায়ার ১ জয়ী দল বনাম কোয়ালিফায়ার ২ জয়ী দল, ভেন্যু-আহমেদাবাদ।
Leave a Reply