সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বুধবার, ৭ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

‘রোনালদিনহো-ক্রিশ্চিয়ানো-মেসিদের লিগ এখন বর্ণবাদীদের দখলে’

ডেইলি সিলেট ডেস্ক ::

কী একটা হট্টগোলই না হলো রিয়াল মাদ্রিদ আর ভ্যালেন্সিয়ার ম্যাচে! বর্ণবাদী আচরণ ছাড়িয়ে গেলো সীমা। টার্গেট রিয়ালের ২২ বছর বয়সী উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র।

ভ্যালেন্সিয়ার সমর্থকরা রীতিমত চড়াও হয়ে গিয়েছিলেন ভিনিসিয়ুসের ওপর। বর্ণবাদী কথাবার্তা বলে তাকে তাঁতিয়ে দেন। যার ফলশ্রুতিতে ম্যাচেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। শেষটায় এসে মাথা গরম করে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

রিয়ালের গোলরক্ষক থিবো কর্তোয়া জানিয়েছেন, খেলা শুরুর আগেই স্বাগতিক দর্শকদের কেউ কেউ ‘বানর-বানর’ বিদ্রুপে বাতাস ভারি করছিলেন। লস ব্লাঙ্কোস কোচ কার্লো আনচেলত্তিও জানান, ভ্যালেন্সিয়ার মাঠে পুরোপুরি বর্ণবাদী পরিবেশ ছিল।

ম্যাচ শেষে ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করেছেন বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস। রোনালদিনহো-রোনাল্ডো-ক্রিশ্চিয়ানো-মেসিদের লিগ এখন বর্ণবাদীদের দখলে চলে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

ভিনিসিয়ুস লিখেছেন, ‘এবারই প্রথম নয়, নয় দ্বিতীয় বা তৃতীয়বার। বর্ণবাদ এখন লা লিগায় নিয়মিত ঘটনা। এই প্রতিযোগিতায় এটা নরমাল হয়ে গেছে। (স্প্যানিশ) ফেডারেশনও এটিকেই স্বাভাবিক বলে ধরে নিয়েছে এবং প্রতিপক্ষরা এটায় উৎসাহ দেয়।’

‘যে লিগ এক সময় রোনালদিনহো, রোনাল্ডো, ক্রিশ্চিয়ানো (রোনালদো) এবং (লিও) মেসির ছিল; সেই লিগ এখন বর্ণবাদীদের দখলে।’

ভিনিসিয়ুস যোগ করেন, ‘সুন্দর একটি জাতি, যারা আমাকে স্বাগত জানিয়েছিল, আমি যাদের ভালোবেসেছি, তারাই এখন বর্ণবাদী জাতি হিসেবে বিশ্বে নিজেদের তুলে ধরছে।’

ব্রাজিলে এখন স্পেন বর্ণবাদী একটি দেশ হিসেবে পরিচিত হয়ে গেছে উল্লেখ করে এই তারকা বলেন, ‘স্প্যানিয়ার্ডদের মধ্যে যারা আমার সঙ্গে একমত নন, তাদের কাছে দুঃখিত। তবে ব্রাজিলে এখন স্পেন পরিচিত বর্ণবাদী দেশ হিসেবে। দুর্ভাগ্যজনকভাবে প্রতি সপ্তাহে যা ঘটছে, এখানে দ্বিমত পোষণের উপায় নেই। আমিও তাতে একমত।’

কী ঘটেছিল?
লা লিগায় রোববার ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে গিয়ে শুরু থেকেই স্বাগতিক দর্শকদের নানা কটু কথার শিকার হন রিয়ালের খেলোয়াড়রা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলা বন্ধ ছিল মিনিট দশেক। ৭০তম মিনিটে বাঁদিক থেকে বল নিয়ে ঢুকছিলেন ভিনিসিয়ুস। গ্যালারি থেকে তখন আরেকটি বল ছুড়ে মারা হয় মাঠে।

ভ্যালেন্সিয়া ডিফেন্ডার এরাই কুমার্ট সেটি আবার মেরে বসেন ভিনিসিয়ুসের দিকে। কুমার্টকে হলুদ কার্ড দেখিয়ে রিয়ালকে ফ্রি কিক দেন রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগয়চিয়া।

সেই ফ্রি কিক নেওয়ার প্রস্তুতির সময় হঠাৎ ভ্যালেন্সিয়ার গোলবারের পেছন থেকে গ্যালারির এক দর্শক কিছু একটা বলে বসেন ভিনিসিয়ুসকে। ব্রাজিলিয়ান তারকা উত্তেজিতভাবে ছুটে যান দর্শকের দিকে।

ভিনিসিয়ুসের সমর্থনে রিয়ালের আরও কয়েকজন ফুটবলার সেখানে ছুটে গিয়ে গ্যালারির দিকে আঙুল উঁচিয়ে কিছু বলতে থাকেন। ভিনিসিয়ুস পরে ছুটে এসে রেফারিকেও দেখিয়ে দেন গ্যালারির সেই অংশের দর্শককে।

তারপর আলোচনা করে খেলা চালিয়ে গেছে দুই দল। স্টেডিয়ামের মেগাফোনে দর্শকদের সতর্ক করে দেওয়া হয় বর্ণবাদী আচরণ নিয়ে। কিন্তু এখানেই থামেনি।

শেষ দিকে আবার মাঠে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দল। ভিনিসিয়ুস একটু বেশিই ক্ষুব্ধ ছিলেন। মেজাজ ধরে রাখতে পারেননি। প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখে হাত দিয়ে আঘাত করেন। লাল কার্ড দেখেন রেফারি। তিনি মাঠ ছেড়ে যাওয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে ডাগ আউটেও।

হাঙ্গামা-হট্টগোলের এই ম্যাচে প্রতিপক্ষের মাঠে গিয়ে ১-০ গোলে হেরেছে রিয়াল। ম্যাচের ৩৩ মিনিটে ভ্যালেন্সিয়ার হয়ে গোলটি করেন দিয়াগো লোপাজ।

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি পরে জানান, ভিনিসিয়ুস শুরুতে খেলা না চালিয়ে যেতে চাননি। পরে আলাপ আলোচনা করে তাকে শান্ত করেন তারা। পরে খেলতে রাজি হন ব্রাজিলিয়ান উইঙ্গার। কিন্তু দর্শকদের উগ্র আচরণ থামেনি। যা গড়ায় ম্যাচ শেষ হওয়া পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: