সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
মঙ্গলবার, ৬ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সাংবাদিকদের কাছে বিশ্বকাপ দল চাইলেন পাপন

ডেইলি সিলেট ডেস্ক ::

বিশ্বকাপের স্কোয়াড-জার্সি নিয়ে বিতর্ক, দেশের ক্রিকেটের জন্য নতুন কিছু নয়। বিশ্বকাপের এখনো চার মাস বাকী থাকলেও একাদশে কাকে রেখে কাকে চাই, এমন আলোচনা এখন ক্রিকেট পাড়ায়। অভিজ্ঞতা নাকি তারুণ্য, কারা পাবেন সুযোগ। এমন এক প্রশ্নে রসিকতা করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মজার ছলে সাংবাদিকদের কাছেই স্কোয়াড চেয়ে বসেন তিনি।

বৃহস্পতিবার (১৮ মে) মিরপুরে শেষ চাহিদা সম্পন্ন ক্রিকেটারদের এক টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। সেই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি। পুরস্কার বিতরণের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে বিষদ ব্যাখ্যা দেন নাজমুল হাসান। সে সময় তিনি জানান, সাংবাদিকদের কাছে একাদশ চাইবেন তিনি। তারা কে কীভাবে ভাবছেন দল নিয়ে, তা বিসিবি সভাপতি বুঝতে চান।

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। এখনো বাকী চার মাস। তবে বিশ্বকাপের স্কোয়াড নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে ৭ নাম্বার পজিশনে কাকে নেয়া হবে তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। অভিজ্ঞ মাহমদুল্লাহ রিয়াদ নাকি তরুণ আফিফ হোসেন।

এদিন, বিশ্বকাপ স্কোয়াড নিয়ে স্পষ্ট একটা ধারণাই দেন বিসিবি সভাপতি। বিশ্বকাপ দলে যে কিছু পরিবর্তন আসছে, তাও বুঝা যায় তার বক্তব্য থেকে। বিশেষ করে বিকল্প একজন ওপেনার রাখার পরিকল্পনা আছে বোর্ডের, যেখানে চাহিদার শীর্ষে বিজয় ও নাইম শেখ। পরিকল্পনা আছে আফিফ-মাহমুদুল্লাহ, মোসাদ্দেককে নিয়েও।

বিশ্বকাপে মাহমুদউল্লাহকে সাত নম্বরে ব্যাটিং করার প্রসঙ্গ উঠলে পাপন বলেন, এখন ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি সরব হচ্ছে মিডিয়া। এটাতে আমরা খুশি। আপনারা এতো বেশি সম্পৃক্ত, এটা আমাদেরও সাহায্য করে। সোশ্যাল মিডিয়া নিয়েও আমরা খুশি, কিন্তু ওখানে অনেকে মনে হয়েছে ক্রিকেট নিয়ে কোন ধারণাই নেই, কিন্তু মন্তব্য করেই যাচ্ছে।

সাংবাদিকদের উদ্দেশে বিসিবি সভাপতি বলেন, এখানে যারা আছেন ক্রিকেট সম্পর্কে প্রত্যেকেই আমার চেয়ে বেশি জানেন। চিন্তা করছি আপনাদের কাছেই নাম চাইব যে সেরা একাদশ তৈরি করে দেন। তারপর দেখি আপনারা কি বলেন। এটা হলে ভালো হয় না? জানতে তো পারলাম। আপনারা কি মনে করেন, কিংবা কাকে খেলানো উচিত।

এদিকে, একাদশ বিশ্লেষণ করতে গিয়ে বোর্ড প্রধান জানিয়ে দিয়েছেন প্রথম ছয়জনকে কোনওভাবেই বাদ দেয়ার সুযোগ নেই, তামিম, লিটন, শান্ত, হৃদয়, মুশফিক, সাকিব- এই ছয়জনের মধ্যে কাউকে তো আপনারা (সাংবাদিকদরা) বাদ দিবেন বলে মনে হয় না।

বিকল্প ওপেনার রাখার প্রয়োজনীয়তা উপলব্ধি করে পাপন বলেন, ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয় ভালো পারফর্ম করছে। তারা আসতে পারে। কে আসবে আমি জানি না। আমার পর্যবেক্ষণ বলছিল। আমার ধারণা ওপেনিংয়ে আরও একজনকে তারা নিবে। ইনজুরির জন্য ব্যাকআপ লাগবে।

পাপন বলেন, যদি আমি একাদশে পাঁচ বোলার নিয়ে খেলি, কোনো কারণে একটা বোলার চোটে পড়লে তাহলে বলটা করবে কে? এজন্য অলরাউন্ডার পেলে ভালো হয়। আল্টিমেটলি নান্নু কি করবে আমি জানি না, আমার কথা বলছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: