সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ৭ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

এজেন্ডার শীর্ষে রয়েছে ইউক্রেন ইস্যু

ডেইলি সিলেট ডেস্ক ::

জাপানের হিরোশিমায় আজ শুক্রবার থেকে শুরু হয়েছে জি৭ শীর্ষ সম্মেলন। এতে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান। এ সম্মেলনের সদস্য নয়, তবু উপস্থিত থাকছে ইউরোপিয়ান ইউনিয়ন। হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে সম্মেলনে আগত নেতা ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে সকালে ইভেন্টের উদ্বোধন করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনদিনের এই সম্মেলেন চলবে রোববার পর্যন্ত।

ওই পার্কে নেতারা ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের ছোড়া পারমাণবিক বোমায় নিহত হাজার হাজার মানুষের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। তিনদিনের এই সম্মেলনে প্রাধান্য বিস্তার করবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন। কিভাবে এ বিষয়ে ব্যবস্থা নেয়া যায়, তা নিয়ে আলোচনা হওয়ার কথা দুপুরে মধ্যাহ্নভোজের সময়।

সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্য নেতারা রাশিয়া ও চীনের বিরুদ্ধে ঐক্যফ্রন্ট গঠনের চেষ্টা করবেন।

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতে এই সম্মেলনে এজেন্ডার শীর্ষে রয়েছে ইউক্রেন ইস্যু। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সম্মেলনে বক্তব্য দিতে পারেন বলে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব ওলেক্সি ড্যানিলভের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি এই সম্মেলেনে যোগ দেয়ার জন্য জাপানে যাবেন। তিনি বলেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়ে সেখানে সিদ্ধান্ত নেয়া হবে। তাই আমাদের স্বার্থরক্ষার জন্য সেখানে প্রেসিডেন্টের উপস্থিতি অপরিহার্য।

এদিকে চীনের সঙ্গেও উত্তেজনা বিরাজ করছে। এ অবস্থায় জোটের নেতারা ‘মুক্ত’ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করার উপর জোর দিচ্ছেন।

এছাড়া জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য এবং পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুগুলোও সম্মেলনের আলোচ্য বিষয়।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পরিবারের বসবাস এই হিরোশিমা শহরেই। তিনি আশা করছেন, এই সম্মেলনের মধ্য দিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রতি জাপানের অঙ্গীকারের প্রকাশ ঘটবে। পারমাণবিক অস্ত্রবিহীন পৃথিবীর ধারণা বাস্তবায়নের পথে গতি সঞ্চার হবে। পারমাণবিক ধ্বংসস্তূপের শহরটিতে শান্তিস্তম্ভ নির্মাণের প্রস্তুতি নেয়া হয়।

জাপান এ বছরই জার্মানির কাছ থেকে জি-৭ জোটের সভাপতির দায়িত্ব গ্রহণ করে। জোটের সদস্য না হলেও ইউরোপীয় ইউনিয়ন এই সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে যোগ দেয়। অস্ট্রেলিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও ভারতের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে সম্মেলনে।

এই গ্রুপের নাম ছিল জি-৮। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রাশিয়াকে গ্রুপ থেকে বহিষ্কার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: