সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ৬ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

চট্টগ্রামে পুলিশ হত্যা: ৯ বছর পর গ্রেপ্তার

ডেইলি সিলেট ডেস্ক ::

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কনস্টেবল ফরিদ উদ্দিনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত অটোরিকশা চালক মো. মনিরকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব। দীর্ঘ ৯ বছর পর সোমবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টায় হালিশহর থানাধীন নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

মনির কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন ফইয়াবাড়ি এলাকার মৃত আবদুর রশিদের ছেলে। তিনি থাকতেন নগরের ডাবলমুরিং থানাধীন মনছুরাবাদ মিয়াবাড়ি এলাকায়।

জানা গেছে, ২০১৪ সালের ১৩ জানুয়ারি রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় সরকারি দায়িত্ব পালন শেষে আগ্রাবাদ সিঅ্যান্ডবি কলোনির নিজ বাসায় ফিরছিলেন কনস্টেবল ফরিদ উদ্দিন। তখন ছিনতাইকারীরা তার পথ আটকে মালামাল কেড়ে নেয়ার চেষ্টা করলে বাধা দেন। ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হন ওই কনস্টেবল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ডবলমুরিং থানার তৎকালীন এসআই আমিনুল হক বাদী হয়ে পরদিন ১৪ জানুয়ারি হত্যা মামলা করেন। মামলায় ডাবলমুরিং থানা পুলিশ অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে গ্রেপ্তার অটোরিকশাচালক মনির ছিল ঘটনার অন্যতম সহযোগী। এই আসামি তার অটোরিকশায় অন্য আসামিদের পালিয়ে যেতে সহযোগিতা করেছিল। গ্রেপ্তার ছয় আসামির মধ্যে নাছির ও রাজিব নামে দুজন মামলা তদন্তের সময় মারা যায়। পরে বাকি চারজনকে অভিযুক্ত করে ২০১৫ সালের ১৭ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট জমা দেন। ২০১৬ সালের ৫ এপ্রিল আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আসামি মাবুদ দুলাল, অর্জুন দে ও মনির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

চলতি বছরের ৭মে চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত পলাতক জসিম উদ্দিন রাজু, মাবুদ দুলাল ও অর্জুন দেসহ তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। অটোরকিকশাচালক মনিরকে ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডাদেশ দেন।

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গ্রেপ্তার মনির দীর্ঘ ৯ বছর পলাতক ছিলেন। রায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: