সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
মঙ্গলবার, ৬ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

থাইল্যান্ডে সংসদ নির্বাচন রোববার

ডেইলি সিলেট ডেস্ক ::

থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী রোববার। তাই শনিবার শেষ দিনে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। বর্তমান প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পায়েটংটার্ন সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছেন। খবর বিবিসির।

থাইল্যান্ডের এ নির্বাচনে ভোটার সংখ্যা ৫ কোটি ২০ লাখ। দেশটিতে এবারের সাধারণ নির্বাচনে লড়াই হবে মূলত পুইয়ে থাই পার্টি ও ইউনাইটেড থাই নেশনের মধ্যে। জনমত জরিপে অনেকটাই এগিয়ে পুইয়ে থাই পার্টির মনোনীত প্রার্থী থাকসিন সিনাওয়াত্রার কন্যা পায়েটংটার্ন সিনাওয়াত্রা। জনমত জরিপে পিছিয়ে থাকলেও ক্ষমতাসীন ইউনাইটেড থাই নেশনের প্রয়ুথ চান ওচার পেছনে রয়েছে সেনাবাহিনীর সমর্থন। এছাড়া তরুণ প্রজন্মের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে মুভ ফরোয়ার্ড পার্টি।

পুইয়ে থাই পার্টির প্রার্থী পায়েটংটার্ন সিনাওয়াত্রা বলেন, দীর্ঘদিন ধরেই বিশৃঙ্খলার মধ্যে আছে থাইল্যান্ড। এটা একদিনে হয়নি। এবার ক্ষমতার পরিবর্তন প্রয়োজন। আপনারাই পারেন সে পরিবর্তন আনতে। ক্ষমতায় আসলে দেশে আবারও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবো। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরবো। শ্রমিকদের নুন্যতম মজুরি বাড়ানো হবে। এটাই আমাদের নির্বাচনী অঙ্গীকার।

অন্যদিকে নির্বাচনে সেনাসমর্থিত প্রধানমন্ত্রী প্রয়ুথ চান ওচা বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। এমন পরিবর্তন চাই না, যা দেশকে উল্টে দেবে। বর্তমানে যে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ, জনগণ পাশে থাকলে তা অবশ্যই মোকাবেলা করতে পারবো। বুঝতে হবে হঠাৎ করেই সবকিছু পরিবর্তন করা যায় না।

জনগণের দাবি, পুইয়ে থাই পার্টি সাধারণ মানুষের কথা বলে, গণতন্ত্রের কথা বলে। এর আগে ২০১৯ সালের নির্বাচনে পুইয়ে থাই পার্টি অন্যান্য দলের চেয়ে বেশি আসন জিতলেও সরকার গঠন করতে পারেনি।

২০২০ সালে রাজধানী ব্যাংককে গণতন্ত্রপন্থি ব্যাপক বিক্ষোভের পর দেশটিতে প্রথমবারের মতো এই নির্বাচন হতে যাচ্ছে। মতামত জরিপে পুইয়ে থাই পার্টির নিটকতম প্রতিদ্বন্দ্বী মুভ ফরওয়ার্ড পার্টি এমএফপি।

তবে জরিপে এগিয়ে থাকলেও বিপুল ভোট পেয়ে জয়ের সম্ভাবনা কম পুইয়ে থাই পার্টির। সরকার গঠন করতে দলটিকে অংশীদার খুঁজতে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ১৯৩২ সালে রাজতন্ত্রের অবসানের পর থেকে এ পর্যন্ত ১০ বারেরও বেশি অভ্যুত্থানের সম্মুখীন হয়েছে থাইল্যান্ড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: