cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
লা লিগায় শিরোপা জয়ের শঙ্কায় পড়েছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে সেই সব শঙ্কা উড়িয়ে ১০ জনের রিয়াল বেতিসকে বিধ্বস্ত করল কাতালান ক্লাবটি। যার ফলে লিগ শিরোপা জয়ের আরও কাছে জাভি হার্নান্দেজের শীর্ষরা।
শনিবার (২৯ এপ্রিল) রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বার্সার জয় ৪-০ গোলে।। বার্সার হয়ে লেওয়ানডস্কি, রাফিনিয়া ও আন্দ্রেস ক্রিস্তেনসেন করেন একটি করে গোল। অন্যটি আত্মঘাতী।
এদিন ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। দারুণ হেডে বল জালে জড়ান আন্দ্রেস ক্রিস্তেনসেন। বার্সেলোনার জার্সিতে ডেনিশ এই ডিফেন্ডারের এটাই প্রথম গোল। শুরুতে পিছিয়ে পড়লেও জবাব দিতে ভুল করেনি বেতিস। একের পর এক আক্রমণে ব্যাতিব্যস্ত রাখে বার্সার রক্ষণভাগকে। তবে ম্যাচের ৩৩তম মিনিটে বড়সড় ধাক্কা খায় বেতিস। বদলী হিসেবে নামা গনঞ্জালেস লার্ল কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বেতিস।
১০ জনের দলে পরিণত হওয়া বেতিসকে চেপে ধরতে ভুল করেনি বার্সা। ম্যাচের ৩৬তম মিনিটে জুলস কুন্দের ক্রসে অনায়াসে জাল গোল করেন লেভান্দোভস্কি। চলতি আসরে এটি তার ১৯তম গোল। তার এই গোলে ব্যবধান ২-০ করে বার্সা। তবে প্রথমার্ধের আগে ব্যবধান ৩-০ করেন রাফিনিয়া। ৩৯তম মিনিটে মাঝমাঠ থেকে বল বাড়ান সার্জিও বুসকেটস । ছুটে গিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন রাফিনিয়া। শুরুতে অফসাইডের বাঁশি বাজান রেফারি। পরে ভিএআরের সাহায্য নিয়ে বদলান সিদ্ধান্ত। এতে ৩-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান ৪-০ করার সুযোগ পান লেওয়ানডস্কি। যদিও তা কাজে লাগাতে পারেনি। এরপর ম্যাচের ৮২তম মিনিটে ব্যবধান ৪-০ করে বার্সা। তবে এবারের গোলটি আত্নঘাতী। আনসু ফাতির বুলেট গতির শট গিদো রদ্রিগেজের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। কিছুই করার ছিল না গোলরক্ষকের।
রিয়াল বেতিসের বিপক্ষে ৪ গোলের জয়ে বার্সা কোচ জাভি হার্নান্দেজের স্বস্তি পাওয়ার কথা। কারণ শীর্ষে থাকা বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধান ফের ১১ পয়েন্টে নিয়ে গেল। ৩২ ম্যাচে ২৬ জয় ও চার ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ৬৮ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।
Leave a Reply