cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
সুদানের সাবেক প্রধানমন্ত্রী আবদাল্লা হামডোক হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, তার দেশের সংঘাত সিরিয়া ও লিবিয়ার চেয়েও ভয়াবহ হতে পারে। তিনি বলেন, যুদ্ধ চলতে থাকলে তা হবে “বিশ্বের জন্য দুঃস্বপ্ন”।
রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই কথা বলা হয়।
কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক সম্মেলনে দেয়া বক্তব্যে হামদোক সুদানের সামরিক বাহিনী এবং বিদ্রোহী আধাসামরিক বাহিনীর নেতাদের শান্তি আলোচনায় বসতে বাধ্য করতে সম্মিলিত আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান।
তিনি বলেন, সুদান বড় দেশ, খুবই বৈচিত্র্যপূর্ণ, আমি মনে করি এই সংকট দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। এটা সামরিক বাহিনীর সঙ্গে ছোট বিদ্রোহী গোষ্ঠীর লড়াই নয়। এটা প্রায় দুই সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ, যারা প্রশিক্ষিত এবং অস্ত্রেশস্ত্রে সজ্জিত।
২০১৯ ও ২০২২ সালে দুই মেয়াদে সুদানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন হামদোক। তিনি বলেন, সুদানের নিরাপত্তাহীনতা সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধের চেয়ে খারাপ হতে পারে। সিরিয়া ও লিবিয়ার গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, লাখ লাখ মানুষকে উদ্বাস্তুতে পরিণত করেছে এবং বিস্তৃত অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে।
এদিকে, সুদানের সেনাবাহিনী বলছে, তারা ভারী কামান ব্যবহার করে রাজধানী খার্তুমে সব দিক থেকে আক্রমণ করছে। প্রায় দুই সপ্তাহের লড়াইয়ে শত শত মানুষ মারা গেছে, হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘের জোর কূটনৈতিক প্রচেষ্টায় গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় সংঘাতে লিপ্ত দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির সময় ৭২ ঘণ্টা বৃদ্ধি পেয়েছিল। তবে এরপর আর সময় বাড়েনি। ইতোমধ্যে খার্তুমের বিভিন্ন অংশে বিমান, ট্যাঙ্ক ও কামান হামলা অব্যাহত আছে বলে খবর পাওয়া গেছে।
Leave a Reply