সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ৩ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ঈদ শেষে রাজধানীতে ফিরলেন ৮০ লাখ সিম ব্যবহারকারী

ডেইলি সিলেট ডেস্ক ::

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হয়েছে গত রোববার (২৩ এপ্রিল)। সোমবার থেকে শুরু হয়েছে সরকারি অফিস আদালত। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরেছেন ৭৯ লাখ ৫১ হাজার ৭৩ সিম ব্যবহারকারী, যদিও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গত নয় দিনে রাজধানী ঢাকা ছেড়েছেন এক কোটি ৪৬ লাখ ৭১ হাজার ৯৬৬ সিম ব্যবহারকারী। সে হিসেবে এখনও অর্ধেক মানুষ রাজধানীতে ফেরেনি।

শুক্রবার বিকেল পৌনে ৫টায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার নিজের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ জন গ্রাহক। ১৯ এপ্রিল ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন গ্রাহক, ২০ এপ্রিল ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন, ২১ এপ্রিল সবচেয়ে বেশি গ্রাহক ঢাকা ছেড়েছে। ওইদিন ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ জন গ্রাহক রাজধানী ছেড়ে বিভিন্ন জেলায় গিয়েছেন। ঈদের দিন ২২ এপ্রিল গিয়েছেন ১৬ লাখ ৭ হাজার ৫৪৬ জন গ্রাহক, ২৩ এপ্রিল ১২ লাখ ২৮ হাজার ৮০১ জন। ২৪ এপ্রিল ঢাকা ছেড়েছেন ৯ লাখ ৩৯ হাজার ৮০৮ জন। ২৫ এপ্রিল ঢাকা ছেড়েছেন আট লাখ ২৬ হাজার ৯৭৫। ২৬ এপ্রিল ঢাকা ছেড়েছেন আট লাখ ৩৪ হাজার ৮৮২ জন এবং গতকাল (২৬ এপ্রিল) রাজধানী ছেড়েছেন ছয় লাখ ৮১ হাজার ৭১৪ জন সিম ব্যবহারকারী।

অন্যদিকে ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরেছেন প্রায় ৮০ লাখ সিম ব্যবহারকারী। এর মধ্যে ঈদের ছুটির শেষ দিন ২২ এপ্রিল রাজধানীতে ফিরেছেন ৩ লাখ ৯৯ হাজার ১৮১ জন। ২৩ এপ্রিল ফিরেছন ৪ লাখ ৯২ হাজার ৬১৯ জন, ২৪ এপ্রিল ফিরেছেন ৮ লাখ ৭৮ হাজার ৪২ জন, ২৫ এপ্রিল ফিরেছেন ১১ লাখ ৮১ হাজার ৮৯৬ জন, বৃহস্পতিবার ২৬ এপ্রিল ঢাকায় ফিরেছেন ১২ লাখ ৯২ হাজার ২০১ জন এবং সবশেষ ২৭ এপ্রিল ফিরেছেন ১৩ লাখ ১৫ হাজার ৫২৪ জন।

পরিসংখ্যান অনুযায়ী, ঈদের ছুটিতে এবার সবচেয়ে বেশি ঢাকা ছেড়েছেন গ্রামীণফোনের সিম ব্যবহাকারীরা। ছুটির মধ্যে ঢাকায় বেশি ঢুকেছেন বাংলালিংক সিম ব্যবহারকারী।

মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, চাঁদরাত অর্থাৎ ২১ এপ্রিল ঢাকা ছেড়েছে সর্বোচ্চ সংখ্যক সিম ব্যবহারকারী। ওইদিন ঢাকা ছাড়া সিমের সংখ্যা ছিল ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮টি।

মোস্তাফা জব্বার জানান, এটি মূলত মোবাইল ফোনের সিমের হিসাব। কোনো ব্যক্তির হিসাব নয়। কারণ একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে। আবার কেউ কেউ আছেন, যাদের কোনো মোবাইল সিম নেই। যেমন-পরিবারের ছোট বাচ্চাদের মোবাইল কিংবা সিম থাকে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: