সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
বুধবার, ৭ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের পাঁচশ’ ওয়ানডে জয়

ডেইলি সিলেট ডেস্ক ::

রাওয়ালপিন্ডিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। ওয়ানডেতে এটি পাকিস্তানের ৫০০তম জয়। এর আগে ৫০০ বা তার বেশি ম্যাচে জয়ের রেকর্ড ছিল শুধুই ভারত আর অস্ট্রেলিয়ার।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে শুরুতে ব্যাট করে ২৮৮ রান তুলেছিল কিউইরা। স্বাগতিক পাকিস্তান ৫ উইকেটের জয় তুলে নিয়েছে।

ব্ল্যাক ক্যাপসদের হয়ে ডার্লি মিশেল ১১৩ রানের ইনিংস খেলেন। এছাড়া ওপেনার উইল ইয়ং করেন ৮৬ রান। জবাবে পাকিস্তানের ফখর জামান ১১৭ রান করেন এবং উমাম উল ৬০, বাবর আজম ৪৯ ও মোহাম্মদ রিজওয়ান ৪২ রান করে দলকে জিতিয়েছেন।

কিউইদের হারিয়ে ওয়ানডে ফরম্যাটে ৫০০তম জয় পেয়েছে পাকিস্তান। বিশ্বের তৃতীয় দল হিসেবে পাঁচশো ওয়ানডে জিতেছে দলটি।

এই মাইলফলকে পৌঁছাতে পাকিস্তানকে খেলতে হয়েছে ৯৪৯ ম্যাচ। সবুজ জার্সিধারীরা এর মধ্যে সবচেয়ে বেশি (৯২) জয় পেয়েছে শ্রীলংকার বিপক্ষে। অন্য দলগুলোর মধ্যে ভারতের বিপক্ষে ৭৩টি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৩টি, নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৭টি, জিম্বাবুয়ের বিপক্ষে ৫৪টি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪টি জয় আছে পাকিস্তানের। এছাড়া ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ৩২ জয় আছে দেশটির। ৯৭৮টি ওয়ানডে ম্যাচ খেলা অস্ট্রেলিয়ার এখনো পর্যন্ত জয় ৫৯৪টিতে। আর একদিনের ক্রিকেটে ১ হাজার ২৯ ম্যাচ খেলা ভারত জয় পেয়েছে ৫৩৯ বার।

১৯৭৩ সালে এই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু হয় পাকিস্তানের। ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসের মতো কিংবদন্তি ক্রিকেটার খেলেছেন এই দেশের হয়ে। ১৯৯২ সালে জিতেছে বিশ্বকাপ। বর্তমানে ওয়ানডে ক্রিকেটের অন্যতম পরাশক্তি এই দেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: