সর্বশেষ আপডেট : ৭ ঘন্টা আগে
মঙ্গলবার, ৬ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

আশরাফুলকে কথা দিয়েও রাখেননি গাঙ্গুলি

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারতের ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলে বাংলাদেশি ক্রিকেটাররা সেভাবে মূল্যায়ন পান না। কেউ কেউ টুর্নামেন্টটিতে দল পেলেও অধিকাংশ সময় সাইডবেঞ্চেই কাটাতে হয়। এ নিয়ে টাইগার সমর্থকরা অনেক আগে থেকেই অভিযোগ করে আসছেন।

বিভিন্ন সময়ে অনেক ক্রিকেটারও বিষয়টি নিয়ে কথা বলেছেন। এই তো কয়েক দিন আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও আইপিএল নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন।

এবার আইপিএল নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম গ্লোবাল সুপারস্টার মোহাম্মদ আশরাফুলও। তিনি জানান, সৌরভ গাঙ্গুলী তাকে আইপিএলে দলে নেয়ার কথা দিয়েও সেটি রাখেননি।

আইপিএলের যাত্রা শুরু হয় ২০০৮ সালে। আর সেই আসরের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নিয়েছিলেন আশরাফুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে এই রেকর্ড করেছিলেন তিনি।

বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রমাণ করায় টাইগার এই তারকা ব্যাটারকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে দল পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন গাঙ্গুলী। তবে পরবর্তীতে আর টাইগার এই ক্রিকেটারকে দলে নেননি সৌরভ।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন আশরাফুল। বাংলাদেশের আশরাফুলকে না নিয়ে সে সময় জিম্বাবুয়ের এক ক্রিকেটারকে দলে নিয়েছিল কেকেআর।

তিনি জানান, ‘আইপিএল যখন শুরু হয়েছিল ২০০৭ সালে, তখন আমি দ্রুততম ফিফটি করেছিলাম বিশ্ব ক্রিকেটে। আমি আশা করেছিলাম আইপিএল হচ্ছে যেহেতু আমি বাংলাদেশ থেকে সুযোগ পাব।

কলকাতার অধিনায়ক সৌরভের প্রসঙ্গ টেনে আশরাফুল বলেন, সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কথা হয়েছিল আমার। দাদা বলছিল হ্যাঁ তোকে তো ৪-৫টা দল নেবে যারা বেশি দাম দিয়ে নেবে। আমি বললাম বেশি দাম দরকার নেই আপনি কিন্তু কলটা কইরেন। তিনি বললেন ‘হ্যাঁ হ্যাঁ’। পরে দেখা গেল দাদা আমাকে কল না করে তাতেন্দা তাইবুকে কল করেছিল। এই জিনিসটাই হয় বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে। তারপর তো দ্বিতীয় বার আমি আর মাশরাফি সুযোগ পেয়েছিলাম। প্রথমবার রাজ ভাই সুযোগ পেয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: