cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ৮০ বছর বয়সী ডেমোক্রেটিক এই নেতা মঙ্গলবার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। জো বাইডেনের ক্যাম্পেইন টিমের প্রকাশিত একটি ভিডিওতে এ ঘোষণার কথা জানা গেছে বলে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশিত ঔই ভিডিও বার্তায় বাইডেন বলেন, প্রতিটি প্রজন্মের একটা বিশেষ সময় থাকে যখন তাদেরকে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হয়। মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় দাঁড়াতে হয়। আমার বিশ্বাস, আমরাই সেই প্রজন্ম। আর এ কারণেই আমি আবারও প্রেসিডেন্ট পদে লড়ছি।
বাইডেন আরও বলেন, চার বছর আগে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সময় আমি বলেছিলাম, আমরা আমেরিকার আত্মার জন্য লড়াই করছি এবং আমরা এখনও এই লড়াইয়ের মাঝে আছি।
তিনি বলেন, এটা আত্মতুষ্টির সময় নয়। সেজন্য আমি পুনরায় নির্বাচনে লড়ছি। মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, চলুন এই কাজটি শেষ করি। আমি জানি আমরা পারব।
যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হন বাইডেন। এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। গত বছরের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভালো ফল করে বাইডেন নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টি। ফলে দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যই বলছেন, আগামী বছরের নির্বাচনে তারা বাইডেনের পেছনেই থাকবেন। সাম্প্রতি এক জনমত জরিপ এমনটাই বলছে।
যদিও ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার মতো কিছু বিতর্কিত নীতি ও অতিরিক্ত বয়সের কারণে তার জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। ৮০ বছর বয়সি বাইডেনই যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট। গতবারের মতো বাইডেনের এবারের লড়াইটাও সম্ভবত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেই হতে যাচ্ছে। কেননা রিপাবলিকান শিবিরের প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এখন পর্যন্ত ট্রাম্পই সবার চেয়ে এগিয়ে রয়েছেন।
Leave a Reply