সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ৩ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

দেশবাসীকে ক্রিকেটারদের ঈদ শুভেচ্ছা

ডেইলি সিলেট ডেস্ক ::

ক্রিকেটাররও ঈদ-উল ফিতর উদযাপন করতে ছুটে গেছেন নিজ নিজ গ্রামে। সাকিব আল হাসান মাগুরায়, মাশরাফি বিন মর্তুজা ওমরাহ করছেন পরিবারের সদস্যদের নিয়ে, মেহেদী হাসান মিরাজ সাতক্ষীরায়, মুশফিকুর রহিম বগুড়ায় কিংবা তামিম-তাসকিন আহমেদরা ঈদ উদযাপন করেছেন ঢাকায়।

এবারের ঈদে পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ করতে গিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ঈদের পর নিজের ফেসবুক পেজে পরিবারের সঙ্গে ছবি পোস্ট করেছেন মাশরাফি বিন মর্তুজা। সেখানে তিনি লিখেছেন, ‘আনন্দ এবং ভালবাসা ছড়িয়ে দিন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার ঈদ উদযাপন সুখ এবং শান্তিতে পরিপূর্ণ হোক!’

বগুড়ায় নিজের এলাকায় ঈদ উদযাপন করেছেন মুশফিকুর রহিম। ঈদের পর তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে…, ঈদ মোবারক… আল্লাহ আমাদের সকল নেক আমল কবুল করুন। জাযাকাল্লাহ খাইরান।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মাথা থেকে অনেক বড় এক দুঃশ্চিন্তা কেটেছে আপাতত। ছেলে আরহাম ইকবাল খান এখন অনেকটা সুস্থ। কিছুদিন আগে ছেলের অসুস্থতায় বেশ ঘাবড়ে গিয়েছিলেন তামিম। চিকিৎসা নিতে ছুটেছিলেন সিঙ্গপুরও। সেখান থেকে দেশে ফিরে এসেছেন। পরিবার নিয়ে তামিম এবার ঈদ কাটালেন ঢাকাতেই। ঈদের শুভেচ্ছা জানাতে তিনি লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা…,ঈদ মোবারক।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সব সময়ই চমক দিতে ভালোবাসেন। নিজের স্ত্রী-কন্যারা যুক্তরাষ্ট্রে। কিন্তু এবার সাকিব ঈদ করছেন গ্রামের বাড়ি মাগুরায় মা-বাবার সঙ্গে। একদিন আগেই তিনি চলে যান মাগুরায়। সেখানে আড্ডা দিচ্ছিলেন বন্ধুদের সঙ্গে। সাকিবের বন্ধু খান নয়ন গতকাল একটি ছবি ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেখানে দেখা যায়, সাকিব মোটরবাইকে বসে বন্ধু-বান্ধব নিয়ে বেশ আনন্দে সময় কাটাচ্ছেন।

বরাবরের মত তাসকিনও এবার ঈদ পালন করেছেন পরিবারের সঙ্গে ঢাকায়। ফেসবুকে নিজের বাবা এবং ছেলের সঙ্গে ছবি দিয়ে শুধু লিখেছেন ঈদ মোবারক।

মেহেদী হাসান মিরাজ চলে গেছেন নিজ এলাকায়। ঈদ উদযাপন করে ফেসবুকে দিয়েছেন বেশ কয়েকটি ছবি। লিখেছেন, ‘রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ! ঈদ মোবারক সবাইকে।’

আইপিএল খেলতে মোস্তাফিজুর রহমান এখন রয়েছেন ভারতে। যে কারণে পরিবারের সদস্যদের সাথে আর তার ঈদ করা হয়নি। যদিও ভারতে স্ত্রী রয়েছে তার সঙ্গে। সেখান থেকেই স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। লিখেছেন শুধু, ‘ঈদ মোবারক।’

জাতীয় দলের আরেক জনপ্রিয় ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ঈদ করলেন ময়মনসিংহে। একই এলাকার ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতও গ্রামের বাড়িতে ঈদ করলেন। মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! রমজানের স্পিরিট যেন পুরো বছর আপনার সাথে থাকে এবং আপনার জীবন মঙ্গল ও অনুগ্রহ দিয়ে ভরে উঠুক।’

মুমিনুল হক সৌরভ ঈদ আনন্দে মাতোয়ারা হতে চলে গেছেন তার জন্মস্থান কক্সবাজারে। তাইজুল গিয়েছেন নাটোরে। সোহানের ঠিকানা খুলনায়। তরুণ তারকা তৌহিদ হৃদয় ঈদের পর লিখেছেন, ‘আল্লাহর রহমত আপনার সাথে থাকুক এবং তাঁর পথে পরিচালিত করুক। ঈদ মোবারক।’

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ উপলক্ষে ক‌্যাম্প করতে ২৬ এপ্রিল ক্রিকেটাররা যাবেন সিলেটে। ইংল‌্যান্ডে আয়ারল‌্যান্ড সিরিজের আগে ২৭, ২৮ ও ২৯ এপ্রিল তিনদিনের একটি ক‌্যাম্প হবে সিলেটে। এ জন‌্য কোচ চন্ডিকা হাথুরুসিংহে ২৩ এপ্রিল ঢাকায় ফিরছেন।

শেষদিনের ক্যাম্প শেষে সেদিন রাতেই ঢাকায় ফিরবেন ক্রিকেটাররা। ৩০ এপ্রিল দিবাগত রাতে তিন ওয়ানডে খেলতে বাংলাদেশ উড়াল দেবে ইংল্যান্ডে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: