cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবের আসির প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় হতাহত বাংলাদেশি সবার পরিচয় শনাক্ত হয়েছে। হতাহত ৩৪ বাংলাদেশির মধ্যে ১৮ জন নিহত বাকি ১৬ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার সৌদির আরবের আসির প্রদেশে বাসটি উল্টে আগুন ধরে এ দুর্ঘটনা ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বাসে মোট যাত্রীর সংখ্যা ছিল ৪৭ এবং এদের মধ্যে বাংলাদেশি ৩৪ জন।
বাস দুর্ঘটনায় নিহত ১৮ বাংলাদেশিরা হলেন-
১.রুকু মিয়া, পিতা: কালা মিয়া, থানা-উপজেলা: কসবা, জেলা: ব্রাহ্মণবাড়িয়া
২. মো. ইমাম হোসাইন রনি, পিতা: মো. আব্দুল লতিফ, থানা-উপজেলা: টঙ্গী, জেলা: গাজীপুর
৩. খাইরুল ইসলাম
৪. মো. রাসেল মোল্লা
৫. মো. নজরুল ইসলাম, পিতা: কাউসার মিয়া, থানা: কোতোয়ালি, জেলা: যশোর
৬. রুহুল আমিন
৭. সবুজ হোসাইন, লক্ষ্মীপুর
৮. মো. হেলাল উদ্দিন, নোয়াখালী
৯. মোহাম্মদ আসিফ, উপজেলা: মহেশখালী, জেলা: কক্সবাজার
১০. শাফাতুল ইসলাম, উপজেলা: মহেশখালী, জেলা: কক্সবাজার
১১. শাহিদুল ইসলাম, পিতা: মো. শরিয়ত উল্লাহ, উপজেলা: সেনবাগ, জেলা: নোয়াখালী
১২. তুষার মজুমদার
১৩. মামুন মিয়া, পিতা: আব্দুল আউয়াল, উপজেলা: মুরাদনগর, জেলা: কুমিল্লা
১৪. মিরাজ হোসাইন
১৫. গিয়াস, পিতা: হামিদ, উপজেলা: দেবিদ্বার, জেলা: কুমিল্লা
১৬. মো. হোসাইন, পিতা: কাদের হোসাইন, উপজেলা: রামু, জেলা: কক্সবাজার
১৭. সাকিব, পিতা: আব্দুল আউয়াল
১৮. রানা মিয়া।
আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যারা
আবহা প্রাইভেট হাসপাতাল:
১. সালাহউদ্দিন, পিতা: আবুল বাশার, থানা/উপজেলা: সিতাকুন্ড, জেলা: চট্টগ্রাম
২. আল আমিন, পিতা: আব্দুল হাই, থানা/উপজেলা: বুরহান উদ্দিন, জেলা: ভোলা
৩. মিনহাজ, পিতা: সিরাজুল্লাহ, থানা/উপজেলা: রায়পুরা, জেলা: লক্ষীপুর
৪. জুয়েল, পিতা: মো. জয়নাল, থানা/উপজেলা: কচুয়া, জেলা: চাঁদপূর
৫. আফ্রিদি মোল্লা, পিতা: জাকির মোল্লা, থানা/উপজেলা: শালিকা, জেলা: মাগুরা
৬. মো. রিয়াজ, পিতা: আবু সাইদ, থানা/উপজেলা: চন্দ্রগঞ্জ, লক্ষীপুর।
৭. রানা (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন)
৮. মো. সেলিম (A03459571) (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন)
সৌদি-জার্মান হাসপাতাল:
১. দেলোয়ার হোসাইন, পিতা: আইয়ুব আলী, থানা/উপজেলা: লাকসাম, জেলা: কুমিল্লা
২. হোসাইন আলী (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন)
৩. মোহাম্মদ কুদ্দুস, পিতা: আব্দুল মান্নান (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন)
মাহায়েল জেনারেল হাসপাতাল:
১. মোহাম্মদ শাহাবুদ্দিন, পিতা: আব্দুল লতিফ, থানা/উপজেলা: সেনবাগ, জেলা: নোয়াখালী
২. ইয়ার হোসাইন, পিতা: আব্দুল মালেক, থানা/উপজেলা: মুরাদনগর, জেলা: কুমিল্লা
৩. মো. জাহিদুল ইসলাম, পিতা: মো. জজ মিয়া, থানা/উপজেলা: মুরাদনগর, জেলা: কুমিল্লা
৪. মিজানুর রহমান, পিতা: ফজলুর রহমান, থানা/উপজেলা: মোহাম্মদপুর, জেলা: মাগুরা।
আসীর জেনারেল হাসপাতাল:
১. মো. মোশাররফ হোসাইন, পিতা: কাজী আনোয়ার হোসাইন, থানা: কোতয়ালী, জেলা: যশোর।
উল্লেখ্য, সোমবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীদের অনেকেই ছিলেন বাংলাদেশি। আভা জেলায় বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ওমরাহযাত্রীদের নিয়ে রুবা আল হিজাজ পরিবহন কোম্পানির একটি বাস মক্কার উদ্দেশে যাচ্ছিল।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। হতাহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়।
Leave a Reply