সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
শুক্রবার, ২ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ব্রয়লারের দাম না কমালে আইনি ব্যবস্থা

ডেইলি সিলেট ডেস্ক ::

প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ২০০ টাকা যৌক্তিক মনে করা হলেও বাজারভেদে তা বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৯০ টাকা পর্যন্ত। তবে বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে ব্রয়লার মুরগির দাম সহনীয় পর্যায়ে না এলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

রাজধানীতে রমজানে কম দামে মাংস- ডিম দেবে প্রাণিসম্পদ মন্ত্রণালয়
প্রয়োজনে প্রতিবেশী দেশ থেকে আমদানির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার অনুরোধ জানিয়েছেন অনেকে। পাশাপাশি ১০ রোজার মধ্যে বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও দাবি করা হচ্ছে।

বুধবার রাজধানীর নিউমার্কেটের বনলতা কাঁচাবাজারের নিত্যপণ্য বিক্রয়কারী ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম শেষে এসব কথা বলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

এর আগে তারা গণসচেতনতায় দোকানে দোকানে লিফলেট বিতরণ ও পণ্যের দাম নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করেন। এ বছর রমজান উপলক্ষে ভোক্তাদের জন্য স্লোগান ঠিক করেছেন তারা। স্লোগানটি হলো—‘পণ্য কিনি প্রয়োজনে, মূল্য রাখি নিয়ন্ত্রণে।’

এদিকে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আগামীকাল বৃহস্পতিবার জরুরি সভা ডেকেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এতে বাজার কমিটি থেকে শুরু করে উৎপাদক পর্যায়ের ব্যবসায়ী ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বাজার পর্যবেক্ষণ শেষে ভোক্তার মহাপরিচালক বলেন, ব্রয়লার মুরগির ব্যবসায়ীদের আমরা ডেকেছি। তারা আমাদের মুচলেকা দিয়েছেন। কিন্তু দামের কোনো নিয়ন্ত্রণ এখনো দেখছি না। উৎপাদন খরচের সঙ্গে পাইকারি ও খুচরা বাজারের কোনো মিল নেই। এ নিয়ে আমরা কাজ করছি। আমাদের পর্যবেক্ষণে এসেছে ব্রয়লার মুরগির দাম ২০০ টাকার বেশি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। এর প্রতিকারে সরকারকে আটটি প্রস্তাবনা দিয়েছি। যারা এর দায়িত্বে আছেন, আশা করছি তারা ভোক্তার কষ্ট কমাতে যথাযথ উদ্যোগ নেবেন। ব্রয়লার মুরগি নিয়ে আমাদের সমস্যা। আর কোথাও সমস্যা নেই। আগামীকাল থেকে যদি ব্রয়লার মুরগি সঠিক দামে না আসে, ওদের (খুচরা ব্যবসায়ী) বিরুদ্ধে মামলা হবে, মিল মালিকদের বিরুদ্ধে মামলা হবে, যারা ব্রয়লার তৈরি করেন, তাদের বিরুদ্ধে মামলা হবে।

ব্যবসায়ী এবং সরকার কেউ কারও প্রতিপক্ষ নয় উল্লেখ করে তিনি বলেন, রমজান এলে অনেক পণ্যের দাম বেড়ে যায়। সেসব কারণ আমরা চিহ্নিত করেছি। কতিপয় ব্যবসায়ী রমজানকে উসিলা করে দাম বৃদ্ধির কারসাজি করে। সেটা যাতে এবার করতে না পারে, সেজন্য দোকান মালিক সমিতি ও এফবিসিসিআইকে নিয়ে যৌথভাবে কাজ করছি।

এ ছাড়া প্রধানমন্ত্রীর দপ্তর, মন্ত্রিপরিষদ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিদপ্তর থেকে সব জেলা-উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভোক্তার মহাপরিচালক।

বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই উল্লেখ করে তিনি বলেন, ভোক্তাদের বলতে চাই, আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। সব পণ্য আছে, কোনো ঘাটতি নেই। দুই-একটি পণ্যের দাম কমেছেও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: