cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্পোর্টস ডেস্ক ::
অলরাউন্ডারদের আরো একটি এলিট ক্লাবে প্রবেশ করলেন সাকিব আল হাসান। যে ক্লাবে শ্রীলঙ্কান কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া এবং পাকিস্তানের বুম বুম খ্যাত শহিদ আফ্রিদির সঙ্গী হলেন তিনি। প্রথম বাংলাদেশি তো বটেই, বিশ্বে তৃতীয় অলরাউন্ডার হিসেবে এক দিনের ক্রিকেটে ৩০০ উইকেটের সঙ্গে ৭০০০ রান করা তৃতীয় ক্রিকেটার সাকিব। কদিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে ৩০০ উইকেট মাইলফলক স্পর্শ করেছেন সাকিব, অপেক্ষা ছিল ৭ হাজারি রানের ক্লাবে ঢোকার। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ খেলতে নেমেছিলেন ৭ হাজারি রানের ক্লাব থেকে ২৪ রান দূরে থেকে।
সিলেটে ৭ হাজার রানের অপেক্ষা ফুরাতে ব্যাট করার সুযোগ পেলেন ম্যাচের দশম ওভারে। লিটন দাস আউট হয়ে ফিরে গেলে ক্রিজে আসেন সাকিব। এরপর ২০তম ওভারের পঞ্চম বলে কার্টিস ক্যাম্ফারের ফ্ল্যাইট ডেলিভারিটা মিড অফে ঠেলে দিয়েই ৭০০০ রানের ক্লাবে প্রবেশ করেন তিনি। সাকিবের ওপরে থাকা আফ্রিদি ওয়ানডে ক্রিকেটে ৮০৬৪ রানের পাশাপাশি নিয়েছেন ৩৯৫ উইকেট। আফ্রিদি ক্যারিয়ারে ৯ বার ইনিংসে ৫ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার। এই ক্লাবে সবার ওপরে থাকা জয়সুরিয়া ওয়ানডে ক্যারিয়ারে ১৩৪৩০ রান করেছেন। যা বিশ্বে চতুর্থতম সর্বোচ্চ রান। এছাড়া ৪৪৫ ওয়ানডেতে নিয়েছেন ৩২৩ উইকেট।
যেভাবে সাকিবের ৭০০০ রান :
১-১০০০ রান (৩৮ ইনিংস)।
১০০০-২০০০ রান (৩১ ইনিংস)।
২০০০-৩০০০ রান (৩৬ ইনিংস)।
৩০০০-৪০০০ রান (৩১ ইনিংস)।
৪০০০-৫০০০ রান (৩২ ইনিংস)।
৫০০০-৬০০০ রান (২২ ইনিংস)।
৬০০০-৭০০০ রান (২৬ ইনিংস)।
Leave a Reply