সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৪ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ধোনির হুক্কাপ্রীতি ফাঁস করলেন অজি ক্রিকেটার

ভারতের অন্যতম সফল অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে ভারত আইসিসির তিনটি ট্রফি জিতেছিল। টি-টোয়েন্টি এবং ওডিআই বিশ্বকাপের পাশাপাশি ধোনির নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। শুধু দেশের জার্সিতেই নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবেও সফল মাহি। চার বার সিএসকেকে আইপিএল চ্যাম্পিয়ন বানিয়েছেন ক্যাপ্টেন কুল। এবার ধোনির আইপিএলের এক পুরনো সতীর্থ তার ব্যাপারে এক বিশেষ তথ্য প্রকাশ করলেন। প্রাক্তন অজি ক্রিকেটার জর্জ বেইলি জানিয়েছেন, ধোনি হুক্কা খেতে পছন্দ করেন। এই ব্যাপারে মাহির অনেক ভক্তরাই জানতেন না।

অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জর্জ বেইলি চেন্নাই সুপার কিংস এবং রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলার সময় ধোনির নেতৃত্বে খেলেছেন। ধোনির সতীর্থ এই অজি ক্রিকেটার বেইলি Cricket.com.au-তে বলেন, ‘আসলে ধোনি হুক্কা খেতে পছন্দ করে। সেজন্য নিজের ঘরে অনেক সময়ই হুক্কার ব্যবস্থা করে রাখত। যার ফলে, ও নিজের রুমে সকলের ঢোকার অনুমতি দিয়ে রেখেছিল। ধোনির রুমে গেলে প্রায়শই প্রচুর তরুণ ক্রিকেটারদের দেখতে পাওয়া যেত। ভারতীয় এবং বিদেশি ক্রিকেটাররা ওর রুমে একসঙ্গে জড়ো হত। সিনিয়র-জুনিয়রের বিভেদটা মুছে দিত ধোনি।’

আইপিএলের স্মৃতির পাতা উল্টে বেইলি জানান, অনেক রাত পর্যন্ত ধোনির সঙ্গে আড্ডা দিত সকলে। বেইলি বলেন, ‘মধ্যরাত অবধি আমরা ধোনির রুমে আড্ডা দিতাম। ক্রিকেটের ব্যাপারে কথা তো হতই, একই সঙ্গে অন্যান্য মানুষের ব্যাপারেও কথা হত। এভাবে খোলামেলা আড্ডা হওয়ার ফলে, কারো মধ্যে কোনোরকম বাধা থাকত না। ওই সময় সিনিয়র-জুনিয়রের বিভেদটাও ভেঙে যেত।’

উল্লেখ্য, ২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দেশের হয়ে ক্রিকেট খেলা বন্ধ করার পরও আইপিএলে চেন্নাইয়ের হয়ে ক্যাপ্টেন্সি সামলেছেন মাহি। এ বারের আইপিএলেও ইয়েলোব্রিগেডকে নেতৃত্ব দেবেন মাহি। চেন্নাইয়ে ধোনির কাছ থেকে এখনও অনেক পরামর্শ পান তরুণ ক্রিকেটাররা। যদিও মাহি শুধু নিজের দলের ক্রিকেটারদেরই পরামর্শ দেননা, অন্যান্য দলের তরুণ ক্রিকেটাররা এবং মাঝে মধ্যে বিরাট-রোহিতের মতো সিনিয়র তারকা ক্রিকেটারদেরও বিভিন্ন টিপস দিয়ে থাকেন মাহি। ধোনির দুরন্ত ব্যাটিং এবং নেতৃত্ব দেয়ার অসাধারণ ক্ষমতা একাধিক ক্রিকেট প্রেমীর মনে এখনও আলোড়ন তৈরি করে। তিনি ক্রিজে থাকা মানে এখনও সিএসকের সমর্থকরা মনে করে কঠিন ম্যাচও বের করে দিতে পারবেন। এবারের আইপিএলই সম্ভবত ধোনির ক্যারিয়ারের শেষ আইপিএল। তাই আসন্ন আইপিএলে বিশেষ নজর থাকবে মাহির দিকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: