cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
“মানুষের শিক্ষিত হবার অনন্য মাধ্যম বেতার। দেশ বিদেশের বিভিন্ন বেতার অনুষ্ঠান শুনে সচেতন হয়ে যদি একজন মা সমাজে ভালো সন্তান উপহার দিতে পারে তাহলে জাতি গর্বিত হবে। বাবা-মা সচেতন হলে তাদের সন্তানেরাও সচেতন হবে, ভালো থাকবে। চা বাগানের অনগ্রসর জনগোষ্ঠী যতবেশি শিক্ষিত হবে তাদের পরবর্তী প্রজন্ম আরো বেশি শিক্ষিত হবে।’’
সিলেট জৈন্তাপুর উপজেলার চিকনাগুল খাঁন চা বাগানে সাউথ এশিয়া রেডিও ক্লাবের শাখা উদ্বোধনের সময় এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। তিনি আরো বলেন, শ্রোতাক্লাব হচ্ছে বেতারের সেকেন্ড হোম (দ্বিতীয় বাড়ী)। ক্লাবের মাধ্যমে শ্রোতারা যতবেশি সঙ্গবদ্ধ থাকবে সমাজ তত বেশি সুন্দর হবে, এলাকায় অপরাধ প্রবণতা কমে যাবে। চিঠি-পত্র ও অন্যান্য যোগাযগের মাধ্যমে বেতার এবং শ্রোতাদের আন্ত সম্পর্ক উন্নয়নের পাশাপাশি উভয়ে লাভবান হবে। আন্তর্জাতিক পরিমন্ডলেও তাদের পরিচিতি গড়ে উঠবে।
শুক্রবার (২৫ নভেম্বর ২০২২) সকালে সিলেট জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- খাঁন চা বাগান শাখার আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করা হয়। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম ও সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব-খাঁন চা বাগান শাখার সভাপতি নরেশ কুর্মী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায়, হাবিবনগর চা বাগান শাখার সভাপতি কিশোর শিং ঘাটোয়ার, সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের সম্পাদক দেবু বাউরী, খাঁন চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ও ক্লাবের উপদেষ্টা বিনেশ বাড়াইক, খাঁন চা বাগান শাখার সাধারণ সম্পাদক সিটুন বাউরী, যুগ্ম সম্পাদক পলি রানী দে।
এসময় উপস্থিত ছিলেন,সাউথ এশিয়া রেডিও ক্লাব- লাক্কাতুরা চা বাগান শাখার সদস্য সুমিত গঞ্জু, খাঁন চা বাগান শাখার উপদেষ্টা অরুন বাউরী, চরিত্র কুর্মী, সহ-সভাপতি লোচন বাড়াইক, কার্যনির্বাহী সদস্য নিপা কুর্মী, শারমিন বেগম, শিল্পী বাউরি, অজয় দাস, টুসুমনি বাড়াইক, রোমানা আক্তার, বিক্রম বুনার্জী, কল্পনা মুন্ডা ও কাজলী বাউরী, হাবিবনগর চা বাগান শাখার সাধারণ সম্পাদক সুজলা বাউরী, কার্যনির্বাহী সদস্য শুভ্র কর্মকার, বৈশাখী রাউতিয়া, সুমা রায়, সনজিত গোয়ালা ও তাপস কর্মকার, খাঁন চা বাগানের সুসমীতা কুর্মী, চন্দনা বাড়াইক, সোনালী বাউরী, সাহনী বাউরী, মনতি রিকিয়াশন, ময়না বাড়াইক, শ্রাবনী বাউরি, দিবা বাউরী, সিতাতী কুর্মী, সিতু বাড়াইক ও শোভা বাড়াইক এবং হাবিবনগর চা বাগানের মনজিলা রায়।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মির শাহ আলম নতুন ক্লাবের নেতৃবৃন্দের হাতে একটি আরকে-সুপার: আরকে-৯০৮ মডেলের ৮ ব্যান্ডের রেডিও সেট এবং বাংলাদেশ বেতারের নিজস্ব প্রকাশনা ‘বেতার বাংলা’ তুলে দেন। বিজ্ঞপ্তি
Leave a Reply