cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে তৌকির তাহসিন বারী অমর্ত্যর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হলো আজ ২৫ আগস্ট বৃহস্পতিবার। এ উপলক্ষে কুলাউড়ার উন্দালে কোরানখানি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অমর্ত্য ২০২০ সালের ২৫ আগস্ট মাত্র ২১ বছর মারা যান। সিডনির রুকউড সিমেট্রিতে অমর্ত্যর শেষশয্যা যেন এক খন্ড বাংলাদেশ। এফিটাফে খোদাই করা আছে বাংলাদেশের লাল সবুজ পতাকা। সেখানে অমর্ত্যর নামটি বাংলাও লেখা।
শোকার্ত পরিবার এরপর থেকে নিজেদের সব চ্যারিটি কার্যক্রম অমর্ত্য ফাউন্ডেশনের ব্যানারে পরিচালনা শুরু করে। সারাদেশে অভাবী মানুষদের সহায়তার চালু করা হয় নানান কার্যক্রম। এরমাঝে গড়া হয়েছে ৪০টি নলকূপ। খাবার পানির নলকূপ প্রকল্প চলমান আছে।
ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামে গড়া হয় স্মৃতির মিনার অমর্ত্য মসজিদ। সেখানে অমর্ত্য পাঠশালা, অমর্ত্য ডাক্তারখানা স্থাপনেরও উদ্যোগ নেয়া হয়েছে। এরমাধ্যমে গ্রামবাসীদের শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা দেয়া হবে। সারাদেশে বাচ্চাদের শিক্ষা উপকরণসহ ঈদে উৎসবে গ্রামবাসীদের নতুন কাপড়ের সাথে স্যান্ডেলও দেয়া হয়। গত দু’বছর ধরে কুরবানির ঈদে দরিদ্র গ্রামে গরিবের কুরবানি শিরোনামে নতুন একটা ধারা চালু করা হয়েছে। এই কুরবানির মাংসের পুরোটা দরিদ্র গ্রামবাসীর মধ্যে বিলি করা হয়।
দরিদ্র মানুষজনের ঘর বানিয়ে দেয়া, ব্যবসার পুঁজির ব্যবস্থা করা, অভাবী পরিবারের মেয়ের বিয়ের ব্যবস্থায় সহায়তা অমর্ত্য ফাউন্ডেশনের অন্যতম পছন্দের কয়েকটি প্রকল্প। পাঁচশ টাকায় এক পরিবারের এক সপ্তাহের খাবার পছন্দের একটি উদ্যোগ। কিছু দরিদ্র ছাত্র, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানীসহ ফ্রি খাবার ঘর উন্দাল, অমর্ত্য ফাউন্ডেশন গরিবের হেঁসেলে প্রতিদিন শতাধিক ব্যক্তির খাবারের ব্যবস্থা করা হয়। আরও নানান ইস্যুতে মানুষকে সহায়তার স্বপ্ন দেখে অমর্ত্য ফাউন্ডেশন। এইসব প্রকল্পে দেশবিদেশের অনেক মানুষের দান জড়িত। কোনো একটি কাজ শুরু করে দিলেই সেখানে সাহায্য চলে আসে।
অমর্ত্যের পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনায় দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।
Leave a Reply