cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
কয়েকদিন আগে একই সিরিঞ্জ দিয়ে ৩০ শিক্ষার্থীকে করো’না টিকা দেওয়ার ঘটনার পরপরই আরও একটি অ’বাক করা ঘটনা ঘটেছে প্রদেশটিতে। হাসপাতাল থেকে মায়ের ম’রদেহ বহন করার জন্য কোনো গাড়ি না পেয়ে মোটরসাইকেলে বেধে বাড়িতে নিয়ে গেছেন প্রদেশের আনুপ্পুর জে’লার গুদারু গ্রামের এক যুবক।
সোমবার (১ আগস্ট) শাহোদল মেডিকেল কলেজে হাসপাতাল থেকে এক যুবককে তার মায়ের ম’রদেহ মোটরসাইকেলে দড়ি দিয়ে বেঁধে বাড়িতে নিয়ে যেতে দেখা যায়। যা ভিডিও করে ছেড়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অল্প সময়ে ভাই’রাল হওয়া এ ঘটনায় পুরো দেশ জুড়ে মধ্যপ্রদেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে
জানা গেছে, আনুপ্পুর জে’লার গুদারু গ্রাম থেকে অ’সুস্থ মা জয়মন্ত্রী যাদবকে শাহোদল মেডিকেল কলেজ হাসপাতা’লে নিয়ে যান সুন্দর যাদব নামের এক যুবক। শনিবার দিনগত রাতে মায়ের মৃ’ত্যু হলে ম’রদেহ গ্রামে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে শবযান চান সুন্দর। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গুদারু গ্রামে ম’রদেহ নিয়ে যেতে পাঁচ হাজার রুপি দিতে হবে।
সেই টাকা জোগাড় করতে না পারায় শেষেমেশ ১০০ রুপি দিয়ে কাঠের পাটাতন কিনে তার ওপর ম’রদেহ রেখে দড়ি দিয়ে বাঁধেন সুন্দর। এভাবেই মোটরসাইকেলে করে মায়ের ম’রদেহ হাসপাতাল থেকে ৮০ কিলোমিটার দূরের গ্রামে নিয়ে যান তিনি।
সুন্দর যাদব বলেন, বুকে ব্যথা অনুভব করায় মাকে প্রথমে জে’লা হাসপাতা’লে ভর্তি করানো হয়েছিল। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেডিকেল কলেজ হাসপাতা’লে স্থা’নান্তরিত করা হয়। দুই হাসপাতা’লেই চিকিৎসক ও নার্সদের গাফিলতির কারণে আমা’র মা মা’রা গেছেন।
স্থানীয় বাসিন্দাদের অ’ভিযোগ, শাহোদল মেডিকেল কলেজে হাসপাতা’লে উন্নত চিকিৎসা’সেবা সরবারহের সব ব্যবস্থা থাকলেও এখান থেকে যথাযথ চিকিৎসা মেলে না।
Leave a Reply