cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
এবার ইতালিতে সরকারের পতন ঘটতে যাচ্ছে। ইউরোপের দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি সমর্থন হারিয়ে পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন। তবে প্রেসিডেন্ট সার্গিও মাতারেল্লা প্রধানমন্ত্রীর পদত্যাগে সম্মতি না দিয়ে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
বৈশ্বিক পরিস্থিতি আর অভ্যন্তরীণ সঙ্কটে ইতোমধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কায় সরকার পতন হয়েছে। যুক্তরাজ্যেও প্রধানমন্ত্রীকে বিদায় নিতে হয়েছে।
ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট দ্রাঘি গত বছরই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। এক বছরের মাথায়ই অর্থনীতির নাজুক পরিস্থিতি জন্য তাকে পদত্যাগের কথা ভাবতে হচ্ছে।
মূলত দ্রাঘিকে সমর্থনকারী একটি রাজনৈতিক জোট তার প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। দ্রাঘি বলেন, সরকারের পেছনে জাতীয় ঐক্যের জোটের যে সমর্থন ছিল, তা এখন আর নেই।
আগামী বছর ইতালিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে দ্রাঘির সরকারের প্রতি সমর্থনকারী জোটের দলগুলোর মধ্যে বিভেদ বাড়ছে।
যে জোট দ্রাঘির প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে, সেই ফাইভ স্টার পার্টি চায়, ইউক্রেন যুদ্ধ মূল্যস্ফীতিকে যেভাবে উস্কে দিয়েছে, তাতে ভুক্তভোগী মানুষের জন্য সরকারি সহায়তা আরও বাড়ানো দরকার।
কিন্তু দ্রাঘি সরকার তা না করায় তারা পার্লামেন্টে আস্থা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, যাতে পরাজয়ের মুখে পড়া ৭৪ বছর বয়সী দ্রাঘি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, ফাইভ স্টার পার্টিকে ছাড়া তিনি সরকার চালিয়ে যেতে চান না। সূত্র : রয়টার্স।
Leave a Reply