কুলাউড়ায় বন্যার্তদের মধ্যে হোসেনপুর ফ্রেন্ডস ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ
ডেইলি সিলেট ডট কম ::
প্রকাশিত হয়েছে : ৫ জুলাই ২০২২, ২:৪৮ পূর্বাহ্ন | ২:৪৮ পূর্বাহ্ন
|
০
কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ক্রীড়া ও সামাজিক সংগঠন হোসেনপুর ফ্রেন্ডস ক্লাব বন্যাদুর্গত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে ৩০ জুন বৃহস্পতিবার।
ইউনিয়নের বন্যা কবলিত গ্রাম লক্ষ্মীপুর, উচাইল, কাকিচার, মৈন্তাম, তিলকপুর, গুপ্তগ্রামসহ মোট দশটি গ্রামের ২৫০টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ক্লাবের দেশে এবং প্রবাসে অবস্থানরত সদস্যদের আর্থিক সহযোগিতায় প্রথম ধাপের এই কার্যক্রম বাস্তবায়ন হয়।
আগামী সপ্তাহে সংগঠনটি নিজ গ্রাম হোসেনপুরের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সহযোগিতা করবে বলে ক্লাবের সভাপতি আহসানুজ্জামান রাসেল জানান। ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে কার্যকরী কমিটির সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে নৌকায় করে বন্যায় দূর্গত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়। ইতিপূর্বে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের সময়ও ঐতিহ্যবাহী এই সংগঠনটি এলাকার মানুষের সাহায্যে এগিয়ে এসেছিল।
Leave a Reply