cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
টমি মিয়া’স হসপিটালিটি ম্য্যানেজমেন্ট ইন্সটিটিউটের চেয়ারম্যান ব্রিটিশ বাংলাদেশি তারকা রন্ধনশিল্পী টমি মিয়াসহ দুইজনের বি’রুদ্ধে প্রতারণার অ’ভিযোগে মা’মলা করা হয়েছে।
রোববার (২৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শুভ্রা চক্রবর্তীর আ’দালতে প্রতিষ্ঠানটির সাবেক ম্যানেজিং উপদেষ্টা এস. এম আলী জাকের মা’মলা’টি দায়ের করেন। আ’দালত বাদীর জবানব’ন্দি গ্রহণ করে আ’সামিদের আ’দালতে হাজির হতে সমন জারি করেছেন।
মা’মলার অ’পর আ’সামি হলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) তাজুল ইস’লাম। বাদীপক্ষের আইনজীবী মোহাম্ম’দ রুবেল মিয়া এ তথ্য জানান।
অ’ভিযোগ থেকে জানা যায়, আলী জাকের ২০২১ সালের ২৯ ডিসেম্বর টমি মিয়া’স হসপিটালিটি ম্য্যানেজমেন্ট ইন্সটিটিউটে চুক্তিভিত্তিক মা’র্কেটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করেন। সেখানে চার মাস কাজও করেন। চুক্তি অনুযায়ী চার লাখ ২৮ হাজার টাকা পাওনা হলেও আ’সামিরা কোনো টাকা পরিশোধ করেননি।
গত ২৯ মা’র্চ টাকা চাইলে আ’সামিরা তার প্রা’ণনাশের হু’মকি দেন। টাকা পরিশোধ করতে গত ১ জুন আ’সামিদের লিগ্যাল নোটিশ পাঠান আলী জাকের। এক সপ্তাহের মধ্যে আ’সামিরা টাকা পরিশোধ করার কথা থাকলেও তারা তা করেনি। উল্টো টাকা চাইলে মিথ্যা মা’মলা ও ভাড়াটে গুণ্ডা দিয়ে প্রা’ণে মে’রে ফেলার হু’মকি দেন।
অ’ভিযোগে আর বলা হয়, আ’সামিরা বাদীর সরল বিশ্বা’সকে ব্যবহার করে তাহার পাওনা টাকা আত্মসাৎ করার লক্ষে হু’মকি প্রদান করে যা দ’ণ্ডবিধির ৪২০/৪০৬/৫০৬ ধারায় বিচার যোগ্য অ’প’রাধ করেছে।
Leave a Reply