cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ মাল্টা গত তিন মাস ধরে বাংলাদেশিদের ক্ষেত্রে ভিসা দেওয়া বন্ধ রেখেছে। ফলে কমপক্ষে প্রায় ৩০০ বাংলাদেশি কর্মী মাল্টার সংশ্লিষ্ট নিয়োগক’র্তার কাছ থেকে কাজের সুযোগ পেলেও দেশটিতে যাওয়ার জন্য ভিসা পাচ্ছে না।
সূত্রমতে, সম্প্রতি এক বিবৃতি জারি করে নতুন দিল্লির মাল্টা হাই কমিশন জানিয়েছে, সেখান থেকে আপাতত বাংলাদেশিদের ভিসা দেওয়া হবে না৷
সূত্র জানায়, ঘটনার সূত্রপাত গত ২৯ মে ৷ ওইদিন নতুন দিল্লির মাল্টা হাই কমিশনের ওয়েবসাইটে নোটিস দিয়ে বলা হয়, পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত ওই হাই কমিশনে বাংলাদেশি নাগরিকরা ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন না৷
উল্লেখ্য, ঢাকায় মাল্টার দূতাবাস বা হাইকমিশন নেই। তাই, ভা’রতে এসে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য আবেদন করতে হয়। মাল্টা হাইকমিশন আবার নিজে এই আবেদনপত্র জমা নেয় না৷ ভিএফএস গ্লোবাল নামক একটি সংস্থার মাধ্যমে তারা আবেদনপত্র গ্রহণ করে ৷ বস্তুত, ভা’রতে এখন অধিকাংশ দেশই ভিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসার আবেদনপত্র গ্রহণ করে এবং তা প্রসেস করে৷
মাল্টার দায়িত্বে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, ভিসা পাওয়ার এই জট খুলতে মিশন কাজ করছে। শিগগিরই মাল্টা ঢাকায় তাদের ভিসা এজেন্ট নিয়োগ দেবে।
‘
মাল্টায় বাংলাদেশের কোনো দূতাবাস নেই। গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে মাল্টার সঙ্গে দেশের স’ম্পর্ক দেখভাল করা হয়। ঠিক তেমনই বাংলাদেশেও মাল্টার কোনো মিশন বা দূতাবাস নেই। ভা’রতে অবস্থিত মাল্টার দূতাবাস বাংলাদেশ ইস্যু দেখভাল করে থাকে।
সৌজন্যে- মনিটর
Leave a Reply