cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মানিকগঞ্জের সিংগাইর উপজে’লার চারিগ্রাম ইউনিয়নে গোয়াল ঘরে বৃদ্ধা মাকে রাখার অ’ভিযোগে দুই ছে’লে ও এক পুত্রবধূকে আ’ট’ক করেছে পু’লিশ।
সোমবার (১৩ জুন ) বিকেলে আয়েশা বেগম ( ৮৫ ) নামে ওই বৃদ্ধাকে গোয়ালঘর থেকে পু’লিশ উ’দ্ধার করেন।
অসহায় বৃদ্ধা উপজে’লার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম এলাকার মৃ’ত হযরত আলী ওরফে আজারির স্ত্রী’।
আ’ট’করা হলেন-বৃদ্ধার সন্তান কলম(৫৫), মোস্তফা কা’মাল (৪৫) ও গৃহবধূ ম’র্জিনা (৩২)।
স্থানীয় ও পু’লিশ সূত্রে জানা যায়, চলতি বছরের শুরুর দিকে আয়েশা বেগমকে নিজ ঘর থেকে বের করে দিয়ে বাড়ির উঠানে গোয়ালঘরে থাকতে দেন ছে’লের বৌ। অ’পরিষ্কার-অ’পরিছন্ন স্থানে দীর্ঘদিন থাকার কারণে দিন দিন আয়েশা বেগমের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তিন বেলা খাবার তো দূরের কথা এক বেলাও খাবার দিত না তার ছে’লেরা। এই মানবিক অবস্থা দেখে মাঝে মাঝে প্রতিবেশীরা সহায়তার হাত বাড়ালে গৃহবধূরা খা’রাপ আচরণ করতেন। বিষয়টি থা’না পু’লিশের নজরে এলে অ’ভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক বৃদ্ধাকে উ’দ্ধারসহ তার দুই ছে’লে কলম ও মোস্তফা কা’মাল এবং গৃহবধূ ম’র্জিনাকে আ’ট’ক করেন।
চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন বলেন, যে কাজটি বৃদ্ধা মায়ের সঙ্গে ওরা করেছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাকে অনেকে বলেছিলো ওদের জিম্মায় নিয়ে আসার জন্য, আমি ওদের আনতে যায়নি। আয়েশা বেগমের ওই দুই ছে’লে ও ছে’লের বৌয়ের দৃষ্টান্তমূলক শা’স্তি দাবি করছি কারণ এই শা’স্তি দেখে অন্যরা যেন শিক্ষা নিতে পারে।
সিংগাইর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) সফিকুল ইস’লাম মোল্যা বলেন, আয়েশা বেগম নামে এক বৃদ্ধা মাকে তার ছে’লে ও ছে’লের বৌ গোয়ালঘরে রেখে দিয়েছে এমন অ’ভিযোগের ভিত্তিতে একটি মা’মলা হয়। মা’মলার পরিপ্রেক্ষিতে কলম, মোস্তফা কা’মাল ও গৃহবধূ ম’র্জিনাকে গ্রে’প্তার করে জে’লহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply