cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে বেশকিছু দিন ধরে দূরত্ব চলছে বলে স্বীকার করে নিলেন স্বামী চিত্রনায়ক ওম’র সানী।
সোমবার দুপুরে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেন ওম’র সানী।
তিনি বলেন, আমি যা বলেছি স্পষ্ট করেই বলেছি। আমি শ্রদ্ধা রেখেই কথা বলতে চাই। আমা’র পরিবারের প্রতি, মৌসুমীর প্রতি আমা’র প্রচণ্ড শ্রদ্ধা আছে, আমা’র ছে’লে-মে’য়ের প্রতি আমা’র শ্রদ্ধা আছে। সে যা বলেছে, কী’ ভেবে বলেছে আই ডোন্ট নো।
ওম’র সানী বলেন, এ বিষয়টি নিয়ে কিছুদিন যাবৎ একটু দূরত্ব তো চলছিল। চেষ্টা করছিলাম। কিন্তু আপনারা ভালো জানবেন, ফোন রেকর্ড অনুযায়ী তার সঙ্গে আমা’র ফোনেও কথা হচ্ছিল না। আমি তার ব্যাপারে মন্দ কথা, খা’রাপ কথা কিছুই বলবো না।
চলমান বিষয়টি নিয়ে এই চিত্রনায়িকার ভাষ্য, আমি মনে করি আমা’র প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের স’ম্পর্ক, সেটা খুবই ভালো একটা স’ম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। সে কখনই আমাকে অসম্মান করেনি।
মৌসুমী বলেন, কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বির’ক্ত করছে- উ’ত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমা’র আসলে… জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।
এদিকে ওম’র সানি বলেন, কারণ সে স্টিল নাও আমা’র স্ত্রী’। আমা’র সন্তানের মা। একটা কথা বলতে চাই- আমি কি বলেছি না বলেছি সম্পূর্ণ আমা’র ছে’লে ফারদিন আমা’র মে’য়ে ফাইজা আছে। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে জায়েদ খান যে ডিস্টার্ব করে। ফারদিন বলুক আর ফাইজা বলুক। আমা’র ছে’লে-মে’য়েরা বলুক এই বিষয়গুলো। আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না।
গত শুক্রবার খল অ’ভিনেতা ডিপজলের ছে’লের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে দ্বন্দ্বে জড়ান চিত্রনায়ক ওম’র সানী ও জায়েদ খান। অনুষ্ঠানে পি’স্তল বের করে সানীকে গু’লি করার হু’মকি দেন জায়েদ। যদিও আগে অনুষ্ঠানে ঢুকে জায়েদকে দেখতে পেলে তাকে চড় মা’রেন সানী।
এ সময় জায়েদের উদ্দেশে সানী বলেন, তোরে না নিষেধ করছি, আমা’র বউরে (চিত্রনায়িকা মৌসুমী) ডিস্টার্ব করবি না। জবাবে কোম’র থেকে তাৎক্ষণিক পি’স্তল বের করেন জায়েদ। বলেন, গু’লি করে দেব।
Leave a Reply