cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
নগরীর শ্যামসুন্দর জিউর আখড়ার প্রতিষ্ঠিতা প্রভুপাদ শ্রী শ্রী কৃষ্ণ কেশব গোস্বামীর ২১তম তিরোভাব তিথি উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী গৌর গোবিন্দের নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।
সিলেট নগরীর বিলপার, লামাবাজারের শ্রীশ্রী শ্যামসুন্দর জিউর আখড়ায় এই হরি নাম সংকীর্ত্তন মহোৎসব অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৪ জুন মঙ্গলবার বিকাল ৬ টায় শ্রীমদ্ভগবত পাঠ করবেন শ্রীহট্ট হরিসভা সিলেট ৯ টায় সুনামগজ্ঞের পাগলার শ্রীযুক্ত নিরঞ্জন দাসের পরিবেশনায় শুভ অধিবাস কীর্ত্তন, ১৫ জুন বুধবার ব্রাহ্মমুহুর্ত থেকে হরিনাম সংকীর্ত্তন মহোৎসব। নামসুধা পরিবেশন করবেন সুনামগজ্ঞের পাগলার শ্রীযুক্ত নিরঞ্জন দাস, শ্রীযুক্ত রতনমনি দাস বাবুল ধল দিরাই, শ্রীযুক্ত নিশিকান্ত তালুকদার দাড়িয়াপাড়া সিলেট, শ্রীযুক্ত বিদ্যুৎ দাস কুলাউড়া মৌলভীবাজার।
মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন ভক্তপদরজঃ কৃপাপ্রার্থী শ্রী কন্দর্প কেশব গোস্বামী বিক্রম। দুপুর ১ .৩০ টায় মহাভোগরাগ। বেলা ২ টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
পরদিন ১৬ জুন বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় দধিভান্ড ভঞ্জন, কীর্ত্তন সমাপন ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। অষ্টপ্রহর নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রী শ্রী শ্যামসুন্দর আখড়া বিলপারের পক্ষ থেকে শ্রীল শ্রীযুক্ত কর্ন্দপ কেশব গোস্বামী বিক্রম ও শ্রী শ্রী গুরুদেবের চরণাশ্রিত শিষ্য ও ভক্তবৃন্দ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।
Leave a Reply