cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ইতালি প্রতিনিধি :
ইতালির ব্রেসিয়ায় শনিবার দিনব্যাপী কনস্যুলেট সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সাবেক কাউন্সিলর ও বাংলা একাডেমি ব্রেসসা’র পরিচালক কাওসার জামান এবং কাউন্সিলর সামুয়েল রশীদ’র উপস্থিতিতে স্থানীয় একটু হলরুমে এই দূতাবাস কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পাসপোর্ট নবায়ন সহ দূতাবাসের সকল সুবিধা গুলো এই ক্যাম্প থেকে প্রবাসীদের প্রদান করা হয়।
এছাড়াও এই দিনে মিলান কমনসাল জেনারেল এইচ এম জাভেদ, কন্সাল শামসুল আহসান এবং ব্রেসসা সিটি কর্পোরেশন মেয়র ডঃ Emilio Del Bono sindaco ‘র (এমিলিও দেল বনো) এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ডঃ Roberto Cammarata সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় তারা বাংলাদেশ – ইতালির মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক বিনিয়োগের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা করা হয়।
বাংলা একাডেমি ব্রেসসার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ব্রেসসাস্থ সকল সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক, আঞ্চলিক, ধর্মীয় সংগঠন সমূহের সদস্য – নেতৃবৃন্দকে! সবার আন্তরিক এবং অক্লান্ত পরিশ্রমে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ব্রেসসাসহ পার্শ্ববর্তী শহর থেকে আগত প্রায় ৪ শতাধিক বাংলাদেশী নাগরিক কন্স্যুলার সেবা গ্রহন করেছেন।
কনসাল জেনারেল ক্যাম্প পরিচালনায় সহযোগিতার জন্য স্থানীয় প্রবাসীদের ধন্যবাদ জানান।
Leave a Reply