cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্পোর্টস ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক মৌসুমেই চমক দেখিয়ে শিরোপা জিতে নিলো নবাগত ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ার শিরোপা উঁচিয়ে ধরার মধ্য দিয়ে শেষ হলো প্রায় দুই মাস ব্যাপী চলা আইপিএলের ইতিহাসের দীর্ঘতম আসরের।
চলুন জেনে আসা যাক, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের এবারের মেগা আসরের সেরাদের সেরা কারা ছিলেন।
সর্বোচ্চ রান: এবার আইপিএল আসরটা দুর্দান্ত কেটেছে রাজস্থান রয়্যালসের ইংলিশ ব্যাটসম্যান জস বাটলারের। এবার মৌসুমে ১৭ ম্যাচ খেলে টুর্নামেন্টের সর্বোচ্চ ৮৬৩ রান করে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন বাটলার। সাথে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন এই ইংলিশ। টুর্নামেন্টজুড়ে ৪ সেঞ্চুরির সাথে করেছেন সমান সংখ্যক হাফ সেঞ্চুরিও। প্রতিপক্ষের সামনে অতিমানবীয় হয়ে ওঠা বাটলারের ব্যাটিং গড় ছিলো ৫৭.৫৩ আর স্ট্রাইক রেট ছিলো ১৪৯.০৫। অবিস্মরণীয় ফর্মে থাকা বাটলার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি ব্যাটিংয়ের আরও কয়েকটি জায়গাতেও নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন। সর্বোচ্চ সেঞ্চুরি, বাউন্ডারি, ওভার বাউন্ডারির শীর্ষস্থানটাও তারই দখলে।
সর্বোচ্চ উইকেট: সর্বোচ্চ রানের অরেঞ্জ ক্যাপের মতো টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটের পার্পল ক্যাপও গেছে এবার রাজস্থানের ঘরেই। এবারের আসরে ১৭ ম্যচ খেলে ২৭ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা বোলার রাজস্থানের স্পিনার যুজবেন্দ্র চাহাল। সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার পথে এবার চাহালের বোলিং গড় ছিল ১৯.৫১ আর ইকোনমি রেট ৭.৭৫।
সর্বোচ্চ সেঞ্চুরি: জস বাটলার- রাজস্থান রয়্যালস (৪টি)
সর্বোচ্চ হাফ সেঞ্চুরি: ডেভিড ওয়ার্নার- দিল্লী ক্যাপিটালস (৫টি)
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: কুইন্টন ডি কক- লক্ষনৌ সুপারজায়ান্টস (৭০ বলে ১৪০*)
সর্বোচ্চ গড়: ডেভিড মিলার- গুজরাট টাইটান্স (৬৮.৭১ গড়ে ৪৮১ রান)
সর্বোচ্চ স্ট্রাইক রেট: প্যাট কামিন্স- কলকাতা নাইট রাইডার্স (২৬২.৫০)
দ্রুততম সেঞ্চুরি: রজত পাতিদার- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৪৯ বল)
দ্রুততম ফিফটি: প্যাট কামিন্স- কলকাতা নাইট রাইডার্স (১৪ বল)
সর্বোচ্চ ছক্কা: জস বাটলার- রাজস্থান রয়্যালস (৪৫টি)
সর্বোচ্চ চার: জস বাটলার- রাজস্থান রয়্যালস (৮৩টি)
Leave a Reply